Ajker Patrika

‘৪ বছরে বিসিবি অনেক ক্রিকেটারকে বাজিয়ে দেখেছে’

ক্রীড়া ডেস্ক    
মিনহাজুল আবেদীন নান্নুর মতে টি-টোয়েন্টিতে ভবিষ্যতে অনেক তারকা ক্রিকেটার পাবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
মিনহাজুল আবেদীন নান্নুর মতে টি-টোয়েন্টিতে ভবিষ্যতে অনেক তারকা ক্রিকেটার পাবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নামের মতোই এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুগ্ধ করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। টুর্নামেন্টে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মুগ্ধর মতো তারকাদের কয়েক বছর ধরে বাজিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এনসিএল টি-টোয়েন্টির প্রথম মৌসুমে মুগ্ধ খেলেছেন রংপুরের হয়ে। সিলেটে আজ রংপুরকে চ্যাম্পিয়ন করতে দারুণ অবদান রেখেছেন তিনি। ঢাকা মহানগরের বিপক্ষে ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ফাইনালসেরা। টুর্নামেন্টে মুগ্ধর মতো আর কোন কোন ক্রিকেটারের পারফরম্যান্স নান্নুকে মুগ্ধ করেছে—ফাইনাল শেষে সাংবাদিকেরা এমন প্রশ্ন করেন। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম বলেন, ‘এটাতো দেখেন আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) গত চার বছরে কিন্তু অনেক খেলোয়াড়কে নাড়াচাড়া করেছি এখানে। সেসমস্ত খেলোয়াড়েরা কিন্তু নজরে আসে। তো এখন পাইপলাইনে কিন্তু সেসমস্ত চিন্তা করে আগামী চার-পাঁচ বছরের খেলোয়াড়েরা রয়েছে। জাতীয় দলের জন্য তৈরি হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে মুগ্ধর পথচলা এখনো শুরু হয়নি। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে একেবারে নতুন মুখ নন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন ২০১৯ সাল থেকে। নান্নুর মতে, এই প্রক্রিয়া ঠিক থাকলে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ভবিষ্যতে অনেক তারকা ক্রিকেটার পাবে। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম বলেন, ‘সে চিন্তা করেই কিন্তু হাই পারফরম্যান্সে চার বছর আগে নেওয়া হয়েছিল (মুগ্ধকে)। সেভাবেই যাচ্ছে। তো আশা করছি খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছে। এই সংস্করণে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফর্মার দেখা যাবে।’

এবারের এনসিএলে ১২ উইকেট নিয়ে ষষ্ঠ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুগ্ধ। বোলিং করেন ৬.৮১ ইকোনমিতে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৯ উইকেট নেওয়া আলাউদ্দিন বাবুও রংপুরের। তাঁর ইকোনমি ৫.৫০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত