Ajker Patrika

একই পোশাকে এনসিএল ট্রফি উন্মোচন অধিনায়কদের

অনলাইন ডেস্ক
এনসিএলের ট্রফি উন্মোচনে আট দলের অধিনায়কেরা। ছবি: বিসিবি
এনসিএলের ট্রফি উন্মোচনে আট দলের অধিনায়কেরা। ছবি: বিসিবি

ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে অভিনবত্ব আনতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ঝলক দেখা গেল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের শিরোপা ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

আগামী ১১ ডিসেম্বর সিলেটে শুরু হবে এনসিএলের এই সংস্করণ। টুর্নামেন্ট চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আজ বিকেলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অধিনায়ক এবং বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মোচন করা হয় ট্রফি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল ভিন্নমাত্রার আয়োজন। আট দলের অধিনায়কেরা অংশ নেন একটি পাজল গেমে। মঞ্চের পেছনের বোর্ডে বাংলাদেশের মানচিত্রে নিজের বিভাগকে চিহ্নিত করে পাজল সম্পন্ন প্রতি দলের অধিনায়কেরা। শেষে উন্মোচিত হয় সোনালি ট্রফি। তবে ট্রফি উন্মোচনে আট দলের অধিনায়ক ফটোসেশনে অংশ নেন একই রঙের জার্সি পরে।

ট্রফি উন্মোচন শেষে অধিনায়কেরা শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান। চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি বলেন, ‘আমাদের দলে তামিম (ইকবাল) ভাই আছেন। তার অভিজ্ঞতা ও সমর্থনে আমরা ভালো খেলতে পারব। শিরোপা জয়ের লক্ষ্য তো থাকছেই।’

ঢাকা মহানগরের অধিনায়ক নাঈম শেখ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য। এতে বিপিএলের আগে দলগুলো ছন্দ পাবে, অনেকে খেলার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু এবং স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত