Ajker Patrika

বিসিবির এইচপির দায়িত্বে দেবব্রত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩৯
দীর্ঘ সময় বিসিবির এইচপির প্রধান ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। এখন দায়িত্বটা সামলাবেন দেবব্রত পাল। ফাইল ছবি
দীর্ঘ সময় বিসিবির এইচপির প্রধান ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। এখন দায়িত্বটা সামলাবেন দেবব্রত পাল। ফাইল ছবি

আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পালাবদল হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ তাঁর পরিচালনা পর্ষদের ১০ পরিচালকের প্রত্যেকে একাধিক স্ট্যান্ডিং কমিটি সামলাচ্ছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। দেবব্রত ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক। গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার জেরে বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাঁর পদত্যাগের ঘটনা বেশ আলোচিত হয়েছিল।

বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্জয় পরিচালক পদ থেকে পদত্যাগ করলে এইচপি বিভাগের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছিল। এখন দেবব্রতের কাজ হবে বিসিবির প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত