অনলাইন ডেস্ক
বিপিএল মানেই যেন শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দেশি-বিদেশি ক্রিকেটারদের অনুশীলন-জটলা। নির্ধারিত সময়ে প্রতিটি দলের অনুশীলন শেষ করার তোড়জোড় লক্ষণীয়। এবার কেমন তারার হাট বসছে বিপিএলে? নাকি একই সময়ে অনুষ্ঠেয় অন্য বিদেশি লিগগুলোয় সুযোগ না পাওয়া বিদেশে ক্রিকেটার কিংবা অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে পুরোনো ধাঁচের বিপিএলই নতুন করে দেখা যাবে!
এখন পর্যন্ত বিপিএলের শুরুতে তারকার সমাবেশ যথেষ্ট ভালো। গতবার বিপিএলের শুরুতে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে বেশ অনিশ্চয়তা থাকলেও এবার তা হয়নি। শুরুতে ভালো বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া গেলেও টুর্নামেন্টের মাঝপথে অনেককে ছেড়ে দিতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সূত্র জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের যাঁরা বিপিএলে অংশ নিচ্ছেন, সবারই অনাপত্তিপত্র (এনওসি) ১৫ জানুয়ারি পর্যন্ত অনুমোদিত। এতে পাকিস্তানি তারকারা বিপিএলের প্রায় প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তন করে এবার এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের শুরুতে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুশ্চিন্তা না থাকলেও পরে তাঁদের পাওয়া কঠিনই হবে। আগেরবারের মতো এবারও বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের পেতে বিসিবির বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দুবাইয়ের আইএলটি টি-টোয়েন্টি লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ। দুবাইয়ের লিগ শুরু ১১ জানুয়ারি আর ৯ জানুয়ারি শুরু দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ।
এবারের বিপিএলে এখন পর্যন্ত উপস্থিত দেশি-বিদেশি বড় ক্রিকেট তারকাদের মধ্যে শাহিন আফ্রিদির নামই আগে আসবে। তিনিই কি টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা? শাহিনের চোখে বাংলাদেশিরাই বিপিএলের বড় তারকা, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে, তারাই এখানে বড় তারকা। তামিম আছে, পুরো জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
শাহিনের মতো রংপুর রাইডার্সের বিদেশি কোচ মিকি আর্থারও বাংলাদেশের কন্ডিশনে বিদেশিদের চেয়ে স্থানীয় খেলোয়াড়দের এগিয়ে রাখছেন। এ কারণে তাঁর চোখে বরিশালই এগিয়ে, ‘টুর্নামেন্ট জিততে ভূমিকা রাখবে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই সুবিধা দেবে। প্রতিটি দলই ভালো। বরিশাল দুর্দান্ত। অনেক ভালো বিদেশি আছে দলে সঙ্গে স্থানীয়রাও, বলতে গেলে ওদের প্রায় জাতীয় দল! সঙ্গে শাহিন আফ্রিদি, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, ডেভিড মালান—দলটা অনেক শক্তিশালী।’
যেকোনো বড় টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি পরা অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন এখন একটা রীতি। জানা গেছে, বিপিএলে সাধারণত টুর্নামেন্ট শুরুর আগের দিন যে ট্রফি উন্মোচনটা হয়ে থাকে অধিনায়কদের নিয়ে, এবার তা হচ্ছে না। গত ২৩ ডিসেম্বর মিরপুরে রাহাত ফতেহ আলী খানের কনসার্টে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীদের নিয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা হওয়ায় বিসিবির মনে হয়েছে, অধিনায়কদের নিয়ে আলাদা করে আর ট্রফির উন্মোচনের দরকার নেই। অবশ্য বেশির ভাগ দলই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। অধিনায়ক ঘোষণা না হলেও দলের প্রতিনিধি নিয়ে ট্রফি উন্মোচন হতেই পারত।
আগামীকাল ঢাকা পর্ব দিয়ে শুরু ২০২৫ বিপিএল, চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে সিলেটে, ৬ জানুয়ারি থেকে। সেখান থেকে দলগুলো চলে যাবে চট্টগ্রামে। ২৬ জানুয়ারি ঢাকায় শুরু টুর্নামেন্টের বাকি অংশ।
বিপিএল মানেই যেন শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে দেশি-বিদেশি ক্রিকেটারদের অনুশীলন-জটলা। নির্ধারিত সময়ে প্রতিটি দলের অনুশীলন শেষ করার তোড়জোড় লক্ষণীয়। এবার কেমন তারার হাট বসছে বিপিএলে? নাকি একই সময়ে অনুষ্ঠেয় অন্য বিদেশি লিগগুলোয় সুযোগ না পাওয়া বিদেশে ক্রিকেটার কিংবা অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে পুরোনো ধাঁচের বিপিএলই নতুন করে দেখা যাবে!
এখন পর্যন্ত বিপিএলের শুরুতে তারকার সমাবেশ যথেষ্ট ভালো। গতবার বিপিএলের শুরুতে বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে বেশ অনিশ্চয়তা থাকলেও এবার তা হয়নি। শুরুতে ভালো বিদেশি তারকা ক্রিকেটার পাওয়া গেলেও টুর্নামেন্টের মাঝপথে অনেককে ছেড়ে দিতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সূত্র জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের যাঁরা বিপিএলে অংশ নিচ্ছেন, সবারই অনাপত্তিপত্র (এনওসি) ১৫ জানুয়ারি পর্যন্ত অনুমোদিত। এতে পাকিস্তানি তারকারা বিপিএলের প্রায় প্রথম দুই সপ্তাহ খেলতে পারবেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পরিবর্তন করে এবার এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের শুরুতে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া নিয়ে দুশ্চিন্তা না থাকলেও পরে তাঁদের পাওয়া কঠিনই হবে। আগেরবারের মতো এবারও বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের পেতে বিসিবির বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দুবাইয়ের আইএলটি টি-টোয়েন্টি লিগ ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগ। দুবাইয়ের লিগ শুরু ১১ জানুয়ারি আর ৯ জানুয়ারি শুরু দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ।
এবারের বিপিএলে এখন পর্যন্ত উপস্থিত দেশি-বিদেশি বড় ক্রিকেট তারকাদের মধ্যে শাহিন আফ্রিদির নামই আগে আসবে। তিনিই কি টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা? শাহিনের চোখে বাংলাদেশিরাই বিপিএলের বড় তারকা, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে, তারাই এখানে বড় তারকা। তামিম আছে, পুরো জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
শাহিনের মতো রংপুর রাইডার্সের বিদেশি কোচ মিকি আর্থারও বাংলাদেশের কন্ডিশনে বিদেশিদের চেয়ে স্থানীয় খেলোয়াড়দের এগিয়ে রাখছেন। এ কারণে তাঁর চোখে বরিশালই এগিয়ে, ‘টুর্নামেন্ট জিততে ভূমিকা রাখবে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন স্থানীয় ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই সুবিধা দেবে। প্রতিটি দলই ভালো। বরিশাল দুর্দান্ত। অনেক ভালো বিদেশি আছে দলে সঙ্গে স্থানীয়রাও, বলতে গেলে ওদের প্রায় জাতীয় দল! সঙ্গে শাহিন আফ্রিদি, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, ডেভিড মালান—দলটা অনেক শক্তিশালী।’
যেকোনো বড় টুর্নামেন্ট শুরুর আগে দলের জার্সি পরা অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন এখন একটা রীতি। জানা গেছে, বিপিএলে সাধারণত টুর্নামেন্ট শুরুর আগের দিন যে ট্রফি উন্মোচনটা হয়ে থাকে অধিনায়কদের নিয়ে, এবার তা হচ্ছে না। গত ২৩ ডিসেম্বর মিরপুরে রাহাত ফতেহ আলী খানের কনসার্টে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীদের নিয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা হওয়ায় বিসিবির মনে হয়েছে, অধিনায়কদের নিয়ে আলাদা করে আর ট্রফির উন্মোচনের দরকার নেই। অবশ্য বেশির ভাগ দলই আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। অধিনায়ক ঘোষণা না হলেও দলের প্রতিনিধি নিয়ে ট্রফি উন্মোচন হতেই পারত।
আগামীকাল ঢাকা পর্ব দিয়ে শুরু ২০২৫ বিপিএল, চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে সিলেটে, ৬ জানুয়ারি থেকে। সেখান থেকে দলগুলো চলে যাবে চট্টগ্রামে। ২৬ জানুয়ারি ঢাকায় শুরু টুর্নামেন্টের বাকি অংশ।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৩ ঘণ্টা আগে