অনলাইন ডেস্ক
গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের রংপুর রাইডার্স। তবে শিরোপা লড়াইয়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেনকে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে যেতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) সীমাবদ্ধতার কারণে রংপুর রাইডার্সের হয়ে তাঁদের ফাইনালে অংশগ্রহণ এখন অনিশ্চিত।
আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই তিন ক্রিকেটারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিবি। রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য প্রাপ্ত এনওসির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাঁদের। যার কারণে জাতীয় দলে যোগ দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে সৌম্য, আফিফ ও রিশাদের।
এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এনওসির বিষয়টি আপেক্ষিক। জাতীয় দলে প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাছে অগ্রাধিকার পায়। এনওসি বাড়ানোর কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এখনো। তবে প্রয়োজন হলে বিসিবির অপারেশনস বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত জাতীয় দলের প্রতিশ্রুতিটাই প্রাধান্য পাবে।’
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর রাইডার্সের হয়ে খেলা আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের ৫ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া ছিল। ৬ তারিখের মধ্যে তাদের ওয়ানডে দলে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া আছে। আমাদের কাছে তাদের ফাইনালে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো এনওসি আবেদন আসেনি। তাদের এনওসি বিষয়ে নতুন আবেদন এলে বোর্ড সিদ্ধান্ত নেবে।’
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে দুই দলের ওয়ানডে দলের ক্রিকেটাররা টিম হোটেলে পৌঁছেছেন। ঢাকা থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন ইমন আগেই সেন্ট কিটসে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন শুধু অপেক্ষা রংপুর রাইডার্সের হয়ে খেলা সৌম্য, আফিফ এবং রিশাদের জন্য। এদিকে, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম হাসান সাকিবও ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন।
এনওসি সমস্যার কারণে রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহও সেমিফাইনালে খেলতে পারেননি। এবার বাংলাদেশি ক্রিকেটারদের জাতীয় দলের দায়িত্বের কারণে দলটি আরও বড় সমস্যায় পড়তে যাচ্ছে। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে হারালে দেশীয় কোটা পূরণে দলটি বাইলজ অনুযায়ী একাদশ সাজাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৫টায় গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া।
গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের রংপুর রাইডার্স। তবে শিরোপা লড়াইয়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেনকে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে যেতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) সীমাবদ্ধতার কারণে রংপুর রাইডার্সের হয়ে তাঁদের ফাইনালে অংশগ্রহণ এখন অনিশ্চিত।
আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই তিন ক্রিকেটারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিবি। রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য প্রাপ্ত এনওসির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাঁদের। যার কারণে জাতীয় দলে যোগ দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে সৌম্য, আফিফ ও রিশাদের।
এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এনওসির বিষয়টি আপেক্ষিক। জাতীয় দলে প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাছে অগ্রাধিকার পায়। এনওসি বাড়ানোর কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এখনো। তবে প্রয়োজন হলে বিসিবির অপারেশনস বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত জাতীয় দলের প্রতিশ্রুতিটাই প্রাধান্য পাবে।’
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর রাইডার্সের হয়ে খেলা আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের ৫ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া ছিল। ৬ তারিখের মধ্যে তাদের ওয়ানডে দলে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া আছে। আমাদের কাছে তাদের ফাইনালে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো এনওসি আবেদন আসেনি। তাদের এনওসি বিষয়ে নতুন আবেদন এলে বোর্ড সিদ্ধান্ত নেবে।’
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে দুই দলের ওয়ানডে দলের ক্রিকেটাররা টিম হোটেলে পৌঁছেছেন। ঢাকা থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন ইমন আগেই সেন্ট কিটসে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন শুধু অপেক্ষা রংপুর রাইডার্সের হয়ে খেলা সৌম্য, আফিফ এবং রিশাদের জন্য। এদিকে, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম হাসান সাকিবও ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন।
এনওসি সমস্যার কারণে রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহও সেমিফাইনালে খেলতে পারেননি। এবার বাংলাদেশি ক্রিকেটারদের জাতীয় দলের দায়িত্বের কারণে দলটি আরও বড় সমস্যায় পড়তে যাচ্ছে। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে হারালে দেশীয় কোটা পূরণে দলটি বাইলজ অনুযায়ী একাদশ সাজাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৫টায় গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে