Ajker Patrika

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এবার দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের সব ম্যাচ হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৫ ডিসেম্বর। ৭ ডিসেম্বর হবের দ্বিতীয় টি-টোয়েন্টি। দুটি ম্যাচ শুরু হবে বেলা ২টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৯ ডিসেম্বর, শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিশা বিশ্বাস, শামীমা সুলতানা ও শারমিন সুলতানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত