পর্যটনের অপার সম্ভাবনা
প্রকৃতির অপরূপ লীলাভূমি বৃহত্তর সিলেট। এই বিভাগেরই একটি গুরুত্বপূর্ণ জেলা হবিগঞ্জ। প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে হবিগঞ্জকে। খোয়াই, করাঙ্গী, সুতাং, সুনাই, রত্না, ভেড়ামোহনা, কুশিয়ারা, বিবিয়ানা নদীবিধৌত এই জনপদ। এর একদিকে বিস্তীর্ণ হাওর অপরদিকে বনজ ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পাহাড়ি এলাকা। প্রকৃতির রম্য ন