বাঁশের বেড়ায় তৈরি স্কুলটি উপজেলায় সেরা
দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রাম। এখন যেমন প্রায় সব রাস্তা পাকা হয়ে গেছে, যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে, ষাটের দশকে যার কোনো অস্তিত্ব ছিল না। মোটামুটি পাণ্ডববর্জিত গণ্ডগ্রাম বললে সে সময়ের খানসামা এলাকার একটা চিত্র পাওয়া যায়। সেই অজপাড়াগাঁয়ে ১৯৫৯ সালে স্থানীয় মা