নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে—এমন পূর্বাভাস ছিল না। স্কুলও ছুটি দেওয়া হয়নি। তবে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পর জানলেন, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দিয়ে দেওয়া হয়। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসাবে রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর আগে ছিল মৃদু শৈত্যপ্রবাহ।
আগের দিন সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ উঠেছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ দশমিক ৮। আর গত ১৩ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ জন্য রোববার ও সোমবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। তবে মঙ্গলবারের ব্যাপারে আগে থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পর রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম স্কুলে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেন। এর আগেই তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা স্কুলে যায়। পরে এই নির্দেশনা জানার পর তড়িঘরি করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার কথা জানান শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয় এভাবে ছুটি হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘আসলে আবহাওয়ার বিষয়টি কখনো বেশি হচ্ছে আবার কখনো কমে যাচ্ছে, তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের মতো সিদ্ধান্তও নিতে পারি না। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নিতে হয়। আগের দিন সোমবার আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম পাঠদানের জন্য। কিন্তু সকালে তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ করেই স্কুল ছুটি দিতে হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘আমরাও আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছিল ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামবে না। তাই পাঠদান বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন তাপমাত্রা নেমে গেছে। তারা যেভাবে আমাদের বার্তা দিচ্ছে সেইভাবে সিদ্ধান্ত নিচ্ছি।’
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে—এমন পূর্বাভাস ছিল না। স্কুলও ছুটি দেওয়া হয়নি। তবে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পর জানলেন, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দিয়ে দেওয়া হয়। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসাবে রাজশাহীতে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর আগে ছিল মৃদু শৈত্যপ্রবাহ।
আগের দিন সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ উঠেছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ দশমিক ৮। আর গত ১৩ জানুয়ারি তাপমাত্রা নেমেছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
কোনো জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ জন্য রোববার ও সোমবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। তবে মঙ্গলবারের ব্যাপারে আগে থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহীর তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পর রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম স্কুলে পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেন। এর আগেই তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা স্কুলে যায়। পরে এই নির্দেশনা জানার পর তড়িঘরি করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার কথা জানান শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয় এভাবে ছুটি হলেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘আসলে আবহাওয়ার বিষয়টি কখনো বেশি হচ্ছে আবার কখনো কমে যাচ্ছে, তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের মতো সিদ্ধান্তও নিতে পারি না। মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নিতে হয়। আগের দিন সোমবার আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম পাঠদানের জন্য। কিন্তু সকালে তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ করেই স্কুল ছুটি দিতে হয়েছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘আমরাও আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছিল ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামবে না। তাই পাঠদান বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন তাপমাত্রা নেমে গেছে। তারা যেভাবে আমাদের বার্তা দিচ্ছে সেইভাবে সিদ্ধান্ত নিচ্ছি।’
আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে প্রতিটি ট্রেনের একটি বগি সংরক্ষণ করা হয়। মেট্রোতে করে আহত ব্যক্তিদের নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। সেখানে উপস্থিত অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ মিনিট আগেযশোরে মহাসড়কে লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযান চালিয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যশোর-বেনাপোল, যশোর-ঝিনাইদহ মহাসড়কে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার, ফিটনেসবিহীন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত গাড়িচালককে জরিম
৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
২৪ মিনিট আগে