Ajker Patrika

ময়মনসিংহে ব্যবসায়ী হত্যাকাণ্ডে ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ছবি: সংগৃহীত
ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, আব্দুল হাই ওরফে হীরা, মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার মো. সোহেল, মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ, সরিষাবাড়ী উপজেলার রাধানগর গ্রামের রমজান আলী ও মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের আব্দুছ সালাম।

মামলার এজাহার সূত্র জানা গেছে, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজসংলগ্ন একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

যাবজ্জীবন সাজার খবরের সত্যতা নিশ্চিত আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া জানান, ২০০২ সালের ২০ জুলাই নিহত ব্যক্তির স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হন। তবে মামলার বিচার চলাকালে তিন আসামি মারা যাওয়ায় অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায়পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত