পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বন্ধের দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে গেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। পরে ইট ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরসহ পুরোনো টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি ভবনের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট। সীমানা প্রাচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কারযোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইউসুফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ইট ফেরত দিয়েছেন।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আক্তার বলেন, ‘ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি রুমটা ভাঙা। পরে জানতে পারি, ইটগুলো চুরি করে নিয়ে গেছে। সময়মতো রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমনরুম মিলতো।’
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারও নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত ইউসুফ মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বন্ধের দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে গেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। পরে ইট ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরসহ পুরোনো টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি ভবনের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট। সীমানা প্রাচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কারযোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইউসুফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ইট ফেরত দিয়েছেন।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আক্তার বলেন, ‘ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি রুমটা ভাঙা। পরে জানতে পারি, ইটগুলো চুরি করে নিয়ে গেছে। সময়মতো রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমনরুম মিলতো।’
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারও নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত ইউসুফ মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
১২ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
২০ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে