Ajker Patrika

ছুটির দিনে স্কুলের স্থাপনা ভেঙে ইট নিয়ে গেলেন অভিভাবক সদস্য, পরে ক্ষমা চেয়ে ফেরত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
ছুটির দিনে স্কুলের স্থাপনা ভেঙে ইট নিয়ে গেলেন অভিভাবক সদস্য, পরে ক্ষমা চেয়ে ফেরত

বন্ধের দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে গেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। পরে ইট ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরসহ পুরোনো টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি ভবনের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট। সীমানা প্রাচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কারযোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইউসুফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ইট ফেরত দিয়েছেন। 

পরে ইট ফেরত দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে অভিভাবক সদস্য ইউসুফ। ছবি: আজকের পত্রিকাবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আক্তার বলেন, ‘ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি রুমটা ভাঙা। পরে জানতে পারি, ইটগুলো চুরি করে নিয়ে গেছে। সময়মতো রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমনরুম মিলতো।’ 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারও নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযুক্ত ইউসুফ মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত