পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বন্ধের দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে গেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। পরে ইট ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরসহ পুরোনো টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি ভবনের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট। সীমানা প্রাচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কারযোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইউসুফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ইট ফেরত দিয়েছেন।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আক্তার বলেন, ‘ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি রুমটা ভাঙা। পরে জানতে পারি, ইটগুলো চুরি করে নিয়ে গেছে। সময়মতো রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমনরুম মিলতো।’
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারও নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত ইউসুফ মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বন্ধের দিন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর এফএম উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো স্থাপনা ভেঙে বাড়িতে নিয়ে গেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ মণ্ডল। পরে ইট ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সরেজমিন ওই বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরসহ পুরোনো টয়লেট ও স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। পাশের একটি ভবনের সামনে জড়ো করে রাখা হয়েছে ভাঙা স্থাপনার কয়েক হাজার ইট। সীমানা প্রাচীর ভেঙে ফেলায় অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস মিয়া জানান, কোনো ধরনের রেজুলেশন বা অনুমতি ছাড়াই গত শনিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের সংস্কারযোগ্য কিছু অংশ ভেঙে ইট নিয়ে যান অভিভাবক সদস্য ইউসুফ মণ্ডল। সেদিন বিদ্যালয় বন্ধ থাকায় বাধা দেওয়ার কেউ ছিল না। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় ইউসুফ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ইট ফেরত দিয়েছেন।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আক্তার বলেন, ‘ঘটনার পরদিন আমরা স্কুলে এসে দেখি রুমটা ভাঙা। পরে জানতে পারি, ইটগুলো চুরি করে নিয়ে গেছে। সময়মতো রুমটা সংস্কার করা হলে মেয়েদের একটা কমনরুম মিলতো।’
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়নি। কমিটির রেজুলেশন বা পূর্বানুমতি ছাড়া বিদ্যালয়ের স্থাপনা ভাঙার অধিকার কারও নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত ইউসুফ মণ্ডলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে