Ajker Patrika

সাতক্ষীরায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ: মাধ্যমিক বন্ধ হলেও খোলা প্রাথমিক বিদ্যালয় 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৫: ০২
সাতক্ষীরায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ: মাধ্যমিক বন্ধ হলেও খোলা প্রাথমিক বিদ্যালয় 

সাতক্ষীরায় আজ মঙ্গলবার মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ছুটি ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয় যথারীতি চলছে। 

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, জেলায় হাইস্কুল রয়েছে ৩০৮টি। শৈত্যপ্রবাহের কারণে সব স্কুল আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে। 

সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৯৫টি। সকাল ৯টার পরে তাপমাত্রা ১০-এর ওপরে থাকায় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়নি। 

পলাশপোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে সকাল ১০টায় শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

সাতক্ষীরা নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, জেলা শিক্ষা অফিসারের নির্দেশে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 

সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত