নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে রিজভী (৩৬) নামের একজন ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে নরসিংদী জেলা শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার সড়কে এ ঘটনা ঘটে।
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১১টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়সংলগ্ন এলাকার একটি গলির বাড়ির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, রায়পুরার হাসনাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসেন রিজভী ও তাঁর দল। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন রিজভী। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
মোহাম্মদ এমদাদুল হক আরও বলেন, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।
নরসিংদীতে রিজভী (৩৬) নামের একজন ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে নরসিংদী জেলা শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার সড়কে এ ঘটনা ঘটে।
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১১টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়সংলগ্ন এলাকার একটি গলির বাড়ির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, রায়পুরার হাসনাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তাঁর পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসেন রিজভী ও তাঁর দল। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন রিজভী। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
মোহাম্মদ এমদাদুল হক আরও বলেন, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।
কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলেপমেন্ট (এসিডি)।
২০ মিনিট আগেযশোরে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের সার্কিট হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেময়মনসিংহ নগরীতে বাসায় ঢুকে রওশন আক্তার (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তাঁর সাবেক স্বামী পাশের কক্ষে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে রাকিবুল করিম (৫০) নামের ওই ব্যক্তি নিজের জমিজমার দলিলপত্র তাঁর মেয়েকে বুঝিয়ে দেন।
৩৯ মিনিট আগেআজ সকাল ১০টার দিকে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছে এনসিপির কেন্দ্রীয় নেতারা তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
১ ঘণ্টা আগে