শেষবার মায়ের মুখ দেখতে বিজিবিতে আবেদন, এক ঘণ্টা সময় পেলেন দুই মেয়ে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে বসবাস করেন ডালিমুন খাতুন ও তাঁর বোন রাবেয়া খাতুন। তাঁদের বাবা-মা বসবাস করেন ভারতে। গতকাল শুক্রবার দুই বোন জানতে পারেন, তাঁদের মা ফজিলা খাতুন মারা গেছেন। কিন্তু সীমান্ত-বাধার কারণে শেষবার মায়ের মুখ দেখা সম্ভব ছিল না।