Ajker Patrika

দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৬: ০৪
দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন। 

ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তসীমান্ত অপরাধ কমাতে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়েছে। 

অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা সফল হয়েছে বলেও জানান তিনি। 

ভারতীয় আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ‍্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্য পদবির পাঁচ কর্মকর্তা। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, তিনজন কোম্পানি কমান্ডারসহ অন্যান্য পদবির তিনজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত