দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তসীমান্ত অপরাধ কমাতে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা সফল হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্য পদবির পাঁচ কর্মকর্তা। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, তিনজন কোম্পানি কমান্ডারসহ অন্যান্য পদবির তিনজন উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির উদ্যোগে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির অধিনায়কের কার্যালয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডাররা নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে নজরদারি বাড়ানো, হত্যা বন্ধ, বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিককে আহত না করা, দুই দেশের সীমান্তবর্তী চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অনুপ্রবেশ রোধ, মাদকসহ চোরাচালান বন্ধ করা এবং আন্তসীমান্ত অপরাধ কমাতে আলোচনা করা হয়। একই সঙ্গে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়েছে।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। তিনি জানান, বৈঠকে সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে। পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা সফল হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৮৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-১৭ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমামসহ দুজন কোম্পানি কমান্ডার ও অন্য পদবির পাঁচ কর্মকর্তা। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার, তিনজন কোম্পানি কমান্ডারসহ অন্যান্য পদবির তিনজন উপস্থিত ছিলেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে