Ajker Patrika

পঞ্চগড়ে বিএসএফের ছোড়া ককটেলে কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০: ৫৮
পঞ্চগড়ে বিএসএফের ছোড়া ককটেলে কৃষক আহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলে রবিউল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকার ৪১৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত কৃষক রবিউল ইসলাম সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকার ঝরু মোহাম্মদের ছেলে। তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে দুপুরে বিওপি ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। 

জানা গেছে, সোনাপাতিলা-ভারিয়াপাড়া এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা হওয়ায় স্থানীয় কৃষকেরা প্রায় সেখানে মরিচ শুকান। গতকাল দুপুরে রবিউলসহ এলাকার কয়েকজন কৃষক সেখানে মরিচ শুকাতে দিলে ভারতের ধনিরহাট বিএসএফ ক্যাম্পের কিছু সদস্য কৃষকদের সেই মরিচ নিয়ে যেতে থাকলে কৃষকেরা বাধা দেন। 

এ সময় একজন বিএসএফ সদস্য রবিউলকে লক্ষ্য করে ককটেল সদৃশ বস্তু ছুড়লে তিনি চোখে-মুখে গুরুতর আঘাত পান। সঙ্গে থাকা কৃষক ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। 

হাসপাতালের চিকিৎসক রহিমুল ইসলাম বলেন, দুপুরে চোখে-মুখে আঘাত ও ক্ষত নিয়ে রবিউল নামের ওই ব্যক্তি হাসপাতালে আসেন। গুলিজাতীয় কোনো কিছুর আঘাত দেখা গেছে তাঁর চোখে-মুখে। আঘাত খুব গুরুতর না হলেও চোখের আঘাতের কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজিবির মীরগড় কোম্পানির কমান্ডার মো. আমিনুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যদের ছোড়া ককটেলে রবিউল আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে দুপুরে বিএসএফের ধনিরহাট ক্যাম্পের সদস্যদের সঙ্গে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাল এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত