Ajker Patrika

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাথরশ্রমিক আহত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি পাথরশ্রমিক আহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে পাথর উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হুমায়ূন ফরিদ (২৪) নামে এ পাথরশ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কদমতলা এলাকার বাংলাদেশ ভারত সীমান্তের ৭৩১ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হুমায়ূন ফরিদ (২৪) বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীর জোত এলাকার তমিরুল ইসলামের ছেলে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাথর শ্রমিকেরা জানান, হুমায়ুন ফরিদসহ কয়েকজন পাথরশ্রমিক মহানন্দা নদীতে পাথর উত্তোলন করতে যান। নদীতে নেমে পাথর উত্তোলনের কাজ শুরু করা মাত্রই বাংলাদেশের সীমান্তে ঢুকে বিএসএফের দুই সদস্য ফরিদের পায়ে গুলি করে পালিয়ে যায়। 

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জামিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে ফরিদকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুল হক বলেন, এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। এতে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় কোনো বিএসএফ সদস্য জড়িত কি না তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তাঁরা। একই সঙ্গে সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা সতর্ক থাকার কথা জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত