আলোচিত বিসিবি পরিচালক মল্লিকের সঙ্গে আকরামের কী ‘সম্পর্ক’
নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন, দেশের ক্রিকেটের নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেট—বিগত বোর্ডের বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত ইসমাইল হায়দার মল্লিক। পাপন-যুগের অবসানের পর গত কিছুদিনে তাঁর নামটা বারবার আসছে, এ মুহূর্তে যিনি আছেন আত্মগোপনে।