Ajker Patrika

সহজ শর্তে ২ হাজার কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহজ শর্তে ২ হাজার কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ

আন্দোলনের সময় সরকারি ছুটি, অস্থিতিশীল পরিস্থিতিতে কারখানার উৎপাদন ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থ সংকটে অনেক মালিক বেতন দিতে পারবেন না। এই অবস্থায় পোশাক শিল্পকে ঘুরে দাঁড়াতে সরকারের কাছে সহজ শর্তে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ চেয়েছেন বিজিএমইএর নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। 

আজ মঙ্গলবার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিজিএমইএ সাংবাদিকদের এ কথা জানান। 

বিজিএমইএ সভাপতি বলেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানায় প্রায় ১৬ দিন উৎপাদন করা যায়নি। এই কারণে আমরা একটি সহজ ঋণের জন্য উপদেষ্টার কাছে অনুরোধ করেছি। একটা মাসের জন্য যদি সহজ ঋণ দেওয়া যায়, এই ঋণ সুদসহ এক বছরের মধ্যে আমরা ফেরত দিয়ে দেব। এ ছাড়া আরও ছোট ছোট কিছু ইস্যু ছিল। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও এই সরকারের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। 

খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘শুধু তৈরি পোশাক খাতের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আনুমানিক ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ কোটি টাকা সহজ ঋণ চেয়েছি। গত ৪৫ দিনের মধ্যে আমাদের ১৬–১৭ দিন উৎপাদন বন্ধ ছিল। পাশাপাশি বন্যার কারণেও চার–পাঁচ দিন রপ্তানি করা যায়নি। অনেকগুলো কারণে শুধু এই খাতের জন্য সহায়তা চেয়েছি।’

এই সরকার থাকা পর্যন্ত অর্থনীতি গতিশীল রাখতে যা করা দরকার তার সবই ব্যবসায়ীরা করবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত