Ajker Patrika

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৩২
বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা। উপসচিব ফরিদা ইয়াসমিন এতে সই করেছেন। 

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ফারজানা লালারুখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও জানতে পেরেছি। খুব শিগগিরই যোগদান করব।’ 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। 

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। 

ফারজানা লালারুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ডিবিএইচ ফাইন্যান্সের একজন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া তিনি ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস থিংকার্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত