Ajker Patrika

পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসির চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৪: ৪৫
পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসির চেয়ারম্যান 

পুঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করব। এ জন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজিএফ) সহযোগিতাও প্রয়োজন।’ 

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে সিএমজেএফের নির্বাহী পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। এ সময় সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ও সাধারণ সম্পাদক আবু আলীসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এ টি এম তারিকুজ্জামানও বৈঠকে উপস্থিত ছিলেন। 

এদিকে আজ রোববার দুপুর আড়াইটায় গণমাধ্যমকর্মীদের কাছে খন্দকার রাশেদ মাকসুদ কমিশনের পরিকল্পনা তুলে ধরবেন। এ লক্ষ্যে সংবাদকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত