Ajker Patrika

শ্রমিক অসন্তোষে শিল্প খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি: এমসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ১৫
শ্রমিক অসন্তোষে শিল্প খাতে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি: এমসিসিআই

দেশে চলমান শ্রমিক অসন্তোষের কারণে তিন সপ্তাহে কারখানাগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। আজ রোববার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে গত আগস্ট মাসের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএআই) প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব ও প্রধান নির্বাহী (সিইও) ফারুক আহমেদ। 

এ সময় এমসিসিআইয়ের পরিচালক তারেক মো. আলী এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমসিসিআই সিইও ফারুক আহমেদ বলেন, ‘নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকেই দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। আমরা জানতে পেরেছি, সারা দেশে প্রায় শতাধিক কারখানায় হামলা হয়েছে; দুই শতাধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। এতে সব মিলিয়ে শিল্প খাতে পাঁচ হাজার টাকার কোটি টাকার মতো ক্ষতি হয়ে থাকতে পারে।’ 

ফারুক আহমেদ আরও বলেন, ‘আর্থিক ক্ষতির এ হিসাবটি কোনো সুনির্দিষ্ট জরিপের মাধ্যমে করা হয়নি, বরং শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অনুমান করা হয়েছে। প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণের বেশিও হতে পারে।’ 

দেশের অর্থনীতি এখনো সংকোচনমূলক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে এমসিসিআই। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিল্প খাতে বর্তমানে অস্থিরতা চলছে। দ্রুততম সময়ে এটি কমানো না গেলে সহসাই অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। এ জন্য শ্রমিক, মালিক, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে একযোগে কাজ করতে হবে। 

এ প্রসঙ্গে এমসিসিআই সিইও ফারুক আহমেদ বলেন, ‘যৌক্তিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ন্যায্য দাবি পর্যায়ক্রমের বাস্তবায়ন করার পক্ষে আমরা। আমরা আশা করছি, শিল্পমালিকেরা বিষয়টা বিবেচনা করবেন। সঙ্গে যারা আন্দোলন করছেন তারাও ধৈর্য সহকারে এসব বিষয় বিবেচনা করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত