Ajker Patrika

আলোচিত বিসিবি পরিচালক মল্লিকের সঙ্গে আকরামের কী ‘সম্পর্ক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০: ১৬
আলোচিত বিসিবি পরিচালক মল্লিকের সঙ্গে আকরামের কী ‘সম্পর্ক’

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে বছরের পর বছর ছড়ি ঘুরিয়েছেন, দেশের ক্রিকেটের নানা অনিয়মে জড়িয়েছেন, ধ্বংস করেছেন ঘরোয়া ক্রিকেট—বিগত বোর্ডের বিসিবি পরিচালকদের মধ্যে সবচেয়ে আলোচিত ইসমাইল হায়দার মল্লিক। পাপন-যুগের অবসানের পর গত কিছুদিনে তাঁর নামটা বারবার আসছে, এ মুহূর্তে যিনি আছেন আত্মগোপনে।

শুধু পরিচালক হিসেবেই নয়, মল্লিকের সঙ্গে ক্রিকেটের বাইরে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আকরাম খান’কে আজ ব্যাখ্যা দিতে হলো সংবাদমাধ্যমকে। আকরাম বলেছেন, ‘সেটা কিন্তু বোর্ডের বাইরে (ব্যবসায়িক সম্পর্ক)। সেটা তো হতেই পারে। ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছুতে প্রভাব না পড়ে, সেটা সব সময়েই মাথায় আছে।’

শুধু ক্রিকেট বোর্ডে এসেই নয়, তাঁর সঙ্গে মল্লিকের যে দীর্ঘ দিনের সম্পর্ক, সেটি তুলে ধরেছেন আকরাম, ‘তার সঙ্গে পরিচয় গত ৩০ বছরের। তাকে আপনারা হয়তো জানেন তিনি বোর্ডে আসার পর থেকে। আমি বেক্সিমকোতে খেলেছি ৩৫ বছর আগে। তখন থেকেই তার সঙ্গে পরিচয়।’ তবে একজন পরিচালক হিসেবে মল্লিকের কার্যক্রম নিয়ে কোনো মূল্যায়ন করতে চান না আকরাম, ‘সেটা আমি বলেছি, পরে বলব। এখন একটু আগেভাগে বলা যায়।’

বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিকস আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদপুষ্ট ইসমাইল হায়দার মল্লিক; যিনি নিজেকে গত ১২ বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডে। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনে এই মল্লিকের নাম এসেছে বারবার। অভিযোগ আছে, ঢাকা লিগের চারটি বিভাগে (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগ) ভোট বাণিজ্য ও ক্ষমতা ধরে রাখতে ২০-এর অধিক ক্লাবের নিয়ন্ত্রণ ছিল তাঁর।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত