Ajker Patrika

আগস্টেও অর্থনীতির পরিস্থিতি সংকোচনমূলক: এমসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২০
আগস্টেও অর্থনীতির পরিস্থিতি সংকোচনমূলক: এমসিসিআই

চলতি বছর জুলাই মাসের তুলনায় দেশের অর্থনৈতিক অবস্থা খানিকটা উন্নত হলেও আগস্ট মাসের অর্থনীতির সূচকগুলো নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। আজ রোববার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে গত আগস্ট মাসের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএআই) প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংগঠনটির মহাসচিব ও প্রধান নির্বাহী (সিইও) ফারুক আহমেদ। 

মেট্রোপলিটন চেম্বার ও পলিসি এক্সচেঞ্জ প্রণীত সর্বশেষ পিএমআই সূচকে দেখা গেছে, আগস্টে দেশের পিএমআই সূচক ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গত জুন মাসে দেশের পিএমআই সূচক ছিল ৬৩ দশমিক ৯ পয়েন্ট। তবে জুলাইয়ে এটি কমে ৩৬ দশমিক ৯ হয়েছে। অর্থাৎ এক মাসেই সূচক কমেছে ২৭ পয়েন্ট। 

এমসিসিআই বলছে, জুলাই-আগস্ট মাসে টানা আন্দোলন ও সহিংস পরিস্থিতির কারণে সরবরাহ পরিস্থিতিতে ব্যাপক বিঘ্ন ঘটে। এতে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা-এই চার খাতেই পরিস্থিতির অবনমন হয়। 

ছাত্রদের আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে। 

এমসিসিআই বলছে, এ কারণে জুলাইয়ের তুলনায় আগস্টে পিএমআই সূচক কিছুটা বেড়েছে। তবে আগস্টের শেষের দিকে এসে শ্রমিক বিক্ষোভ শুরু হয় এবং দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা হয়েছে। এ কারণে প্রত্যাশিতভাবে সূচক বাড়েনি। 

দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষাভিত্তিক সূচক হচ্ছে পিএমআই সূচক। বিশ্বের প্রায় ৮০ টির বেশি দেশে এ সূচক চালু রয়েছে। সাধারণত কোম্পানির নীতিনির্ধারক পর্যায়ের নির্বাহীদের মতামতের ভিত্তিতে প্রতি মাসে এ সূচক প্রকাশ করা হয়। ফলে তাতে বাজার বাস্তবতা ও অর্থনীতি সম্প্রসারণ বা সংকোচনসহ নানা বিষয় উঠে আসে। 

কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা—এই চার খাতের ৫০০ টির বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হয়। পিএমআই সূচকটি শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। আগের মাসের তুলনায় স্কোর-৫০ এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং স্কোর-৫০ এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর-৫০ থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। 

গত মে মাসে দেশের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা পিএমআই সূচক এ যাবৎকালের সর্বোচ্চ মানে পৌঁছায়। মে মাসে পিএমআই সূচক ছিল-৭০ দশমিক ১ পয়েন্ট। মে মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত অর্থাৎ কৃষি, ম্যানুফ্যাকচারিং, নির্মাণ ও সেবা সব খাতেরই সম্প্রসারণ হয়েছিল। 

সর্বশেষ গত মাসের খাতভিত্তিক পিএমআই প্রতিবেদনে দেখা গেছে—আগস্টে দেশের কৃষি খাতের পিএমআই সূচকের মান ছিল ৩৮ দশমিক ৭; আগের মাস অর্থাৎ জুলাইয়ে যা ছিল ৩৫ দশমিক ৪। অর্থাৎ এক মাসে কৃষি খাতের সম্প্রসারণ হয়েছে প্রায় ৩ দশমিক ৩ পয়েন্ট। 

আগস্ট মাসে উৎপাদন খাতের পিএমআই মান ছিল ৪৭ দশমিক ৭; আগের মাস, অর্থাৎ জুলাইয়ে যা ছিল ৩৪ দশমিক ১। অর্থাৎ এই খাতের পয়েন্ট বেড়েছে প্রায় ১৩ দশমিক ৬ পয়েন্ট। 

এ ছাড়া আগস্ট মাসে নির্মাণ ও সেবা খাতের পিএমআই সূচক ছিল—যথাক্রমে ৪০ ও ৪৩ দশমিক ২ পয়েন্ট। আগের মাস, অর্থাৎ জুলাইয়ে এই সূচকের মান ছিল যথাক্রমে ৪৫ ও ৩৭ পয়েন্ট। সেই হিসাবে দেখা যাচ্ছে, আগস্টে নির্মাণ খাতের সূচক প্রায় ৫ পয়েন্ট কমেছে ও সেবা খাতের সূচক প্রায় ৬ দশমিক ২ পয়েন্ট বেড়েছে। 

দেখা যাচ্ছে জুলাইয়ের তুলনায় আগস্টে নির্মাণ খাতে পিএমআই সূচক কমেছে। এর কারণ হিসেবে এমসিসিআই বলেছে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত দুই মাস ধরে সরকারি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো নির্মাণকাজে অনেক ধীর গতিতে এগোচ্ছে। এতে সার্বিকভাবে আগস্টে নির্মাণ খাতে পিএমআই সূচক কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত