ঈদে জোভান-মেহজাবীনের ‘ব্যবধান’
বিচ্ছেদের পরের গল্প কেমন হয়? হয়তো বিচ্ছেদের ছয় মাস না পেরুতেই ভুলে যায় প্রিয়জনের ফোন নাম্বার, বছর না যেতেই ভুলে যায় ঠিকানা, হয়তো নামও ভুলে যায় একদিন। আর যদি এসবের উল্টো হয়? যদি বছরের পর বছর প্রিয়জনের স্মৃতি পোড়ায় কাউকে? নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলছেন, ‘যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাক