Ajker Patrika

সারা যাকের-জাহিদ হাসান ওটিটিতে প্রথমবার

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৪ জুন ২০২২, ১২: ৩৫
সারা যাকের-জাহিদ হাসান ওটিটিতে প্রথমবার

তহবিল সংগ্রহের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় ১৯৯৭ সালে মঞ্চে একটি নাটকে অংশ নিয়েছিলেন সারা যাকের ও জাহিদ হাসান। সেটিই ছিল তাঁদের দুজনের প্রথম ও শেষবারের মতো একসঙ্গে মঞ্চে অভিনয়। টেলিভিশনেও হাতেগোনা কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সেটাও ১৪-১৫ বছর আগের কথা। তাঁদের আবার এক করলেন পিপলু আর খান। এর মাধ্যমে প্রথমবার ওটিটিতে দেখা যাবে সারা যাকের ও জাহিদ হাসানকে। চরকির অ্যান্থলজি ফিল্ম ‘এই মুহূর্তে’তে অভিনয় করেছেন তাঁরা দুজন। তাঁদের অভিনীত খণ্ডটির নাম ‘কল্পনা’। অন্য দুটি খণ্ড হচ্ছে মেজবাউর রহমানের ‘রূপবান’ ও আবরার আতহারের ‘ওয়ান পিস মেড কারিগর ইজ ডেড’। সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। শুটিং হয়েছে গত বছর। এক রাতের গল্প। সারা ও জাহিদ ছাড়াও আছেন দীপু, তটিনী। সন্ধ্যা থেকে গল্পের শুরু। পরিচালক পিপলু বললেন, ‘এক রাতের গল্প। এক মেয়ের গল্প। মেয়েটিকে ঘিরে ঘটনায় যুক্ত হন সারা যাকের ও জাহিদ হাসান।’

সারা যাকের বলেন, ‘২০১৭ সাল থেকে তো আলী যাকের অসুস্থ হয়ে গেল। এরপরও মঞ্চে কাজ করেছি। টেলিভিশনে মন টানত না। ওয়েবে নতুন একটা আকর্ষণ তৈরি হয়েছে, খুব ভালো মানের কিছু কাজ তৈরি হচ্ছে। পিপলু যখন বলল—আপা, কাজটা আপনাকে করতেই হবে, তখন না করতে পারিনি। গল্প থেকে শুরু করে, পর্দার লুক কী হবে তা নিয়ে অনেক প্রস্তুতি। বহুদিন পর শুটিং করে বেশ ভালো লেগেছে।’

জাহিদ হাসান। সংগৃহীত ছবিজাহিদ হাসান এবারই প্রথম পিপলুর পরিচালনায় অভিনয় করেছেন। এই পরিচালকের সঙ্গে একটা সময় মঞ্চে কাজ করেছেন। জাহিদ বলেন, ‘বেশ আনন্দ নিয়েই কাজটা করেছি। এই সিনেমার চরিত্রটার জন্য সাড়ে তিন মাস দাড়ি কাটিনি। বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে শুটিং করেছি।’

সারা যাকেরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জাহিদ হাসান বলেন, ‘তাঁরা তো মঞ্চের, অভিনয়ের নার্ভটা জানেন। জানা লোকের সঙ্গে কাজ করে সুবিধাও অনেক। সারা ভাবি খুবই সিরিয়াসলি কাজ করেন। একটা ভালো গল্পে সবাই যখন সিরিয়াস, তখন নিজেকেও সিরিয়াস হতে হয়। পরিবেশ ও টিমটা খুবই গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত