Ajker Patrika

‘বোকা কোথাকার’ টেলিফিল্মে তাঁরা তিনজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জাবেদ আর মীরার টানাটানির সংসার। জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। সাংসারিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মীরা প্রায়ই বলে, অন্য চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তাতে সায় দিচ্ছে না। যে অফিসে এতদিন চাকরি করেছে, কয়েকমাস বেতন হচ্ছে না বলে সেই অফিস ছেড়ে যাওয়ার পক্ষপাতি নয় সে। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে মীরা।

এই সংকটের মধ্যে গল্পে আসে নতুন চরিত্র—সুমন। জাবেদ ও মীরার কলেজ জীবনের বন্ধু সে। একদিন সুমন মীরাকে জানায়, এখনো সে তাকে ভালোবাসে। একদিকে ‘বোকা’ জাবেদকে নিয়ে অথই জলে মীরা, অন্যদিকে সুমনের ভালোবাসার ডাক—কোনদিকে যাবে মীরা! এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বোকা কোথাকার’।

টেলিফিল্মটি লিখেছেন সুস্ময় সুমন, বানিয়েছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস ও পনির শিকদার। প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

নির্মাতা দীপু হাজরা জানিয়েছেন, ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি প্রচারিত হবে আগামীকাল বুধবার চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত