সাবিলা নূর তাঁর বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাঁকে দেখেই সাবিলা বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে! ‘এক্সচেঞ্জ’ নাটকে দেখা গিয়েছিল এমন দৃশ্য।
পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো ‘এক্সচেঞ্জ’ নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে আবারও একই রূপে হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তাঁর বিপরীতে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে রুবেল হাসান তৈরি করেছেন আগের নাটকটির সিক্যুয়েল ‘এক্সচেঞ্জ রিটার্নস’। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্যক্ত করার পর অপূর্বকে এবার অনেকটা জোর করেই বিয়ে করেন সাবিলা!
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু যদি কোনও একদিন প্রকৃতি এমন করে দিত যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা, তখন আসলে কেমন হতো। তখন পুরুষরাও বুঝতে পারতো নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট।
আমরা চাই এই কাজটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক নারীদের কষ্টের কথা।’
‘এক্সচেঞ্জ রিটার্নস’ নাটকটি দেখা যাবে এবারের ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।
সাবিলা নূর তাঁর বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাঁকে দেখেই সাবিলা বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে! ‘এক্সচেঞ্জ’ নাটকে দেখা গিয়েছিল এমন দৃশ্য।
পুরুষতান্ত্রিক সমাজে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো ‘এক্সচেঞ্জ’ নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে আবারও একই রূপে হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তাঁর বিপরীতে থাকছেন জিয়াউল ফারুক অপূর্ব। মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে রুবেল হাসান তৈরি করেছেন আগের নাটকটির সিক্যুয়েল ‘এক্সচেঞ্জ রিটার্নস’। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্যক্ত করার পর অপূর্বকে এবার অনেকটা জোর করেই বিয়ে করেন সাবিলা!
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু যদি কোনও একদিন প্রকৃতি এমন করে দিত যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা, তখন আসলে কেমন হতো। তখন পুরুষরাও বুঝতে পারতো নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট।
আমরা চাই এই কাজটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক নারীদের কষ্টের কথা।’
‘এক্সচেঞ্জ রিটার্নস’ নাটকটি দেখা যাবে এবারের ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।
আলোচিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন শেষ হয়েছিল কৌতূহল জিইয়ে রেখে। একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু ও গোপন বিশ্বাসঘাতকতা ছিল এর গল্পের কেন্দ্রে। গত বছরের ডিসেম্বরে স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রচারের পর থেকেই অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে গতকাল সিজন থ্রির টিজার প্রকাশ করল নেটফ্লিক
৫ মিনিট আগেসিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০ ঘণ্টা আগেগত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
১ দিন আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
১ দিন আগে