Ajker Patrika

ফারিণের লজিং মাস্টার ফারহান!

ফারিণের লজিং মাস্টার ফারহান!

তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থাকেন মুশফিক আর ফারহান। দুই বোনকে পড়াশুনা করান মুশফিক। একটা সময় ফারিণ প্রেমে পড়েন তাঁর গৃহশিক্ষকের। কিন্তু গরীব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণের প্রেমের প্রস্তাবে সায় দেয় না। কারণ সামাজিক বাস্তবতা।

‘লাস্ট লাভ’ নাটকের দৃশ্য। ছবি: সিএমভিএমনই এক শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এ নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ। আর ফারিণের বাবার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

নির্মাতা মাহিন বলেন, ‘লাস্ট লাভ নাটকটির গল্পে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের বাস্তবতা। যে দেয়ালের কারণে দুটো প্রাণের মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না-পাওয়ার বেদনা বুকে চেপে।’

‘লাস্ট লাভ’ নাটকের দৃশ্য। ছবি: সিএমভি‘লাস্ট লাভ’ নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হবে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত