Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

নির্বাচিত ৪ সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক
‘সরজমিন’ সিনেমায় কাজল, পৃথ্বীরাজ ও ইব্রাহিম। ছবি: সংগৃহীত
‘সরজমিন’ সিনেমায় কাজল, পৃথ্বীরাজ ও ইব্রাহিম। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বীরাঙ্গনা (বাংলা ওয়েব সিরিজ)

  • অভিনয়: সন্দীপ্তা সেন, নিরঞ্জন মন্ডল
  • মুক্তি: হইচই (২৫ জুলাই)
  • গল্পসংক্ষেপ: একের পর এক সদ্য বিবাহিতাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। কে খুন করছে তাদের? রহস্যের সমাধানে হিমশিম খাচ্ছে পুলিশ। তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা চিত্রা বসুর কাঁধে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্য দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ কর্মকর্তা। অন্যদিকে চিরায়ু তালুকদার একজন মৃদুভাষী ফুলবিক্রেতা। তার অতীত বিষণ্নতা এবং রহস্যে ঘেরা। চিত্রার সন্দেহের দৃষ্টি পড়ে চিরায়ু তালুকদারের ওপর।

সরজমিন (হিন্দি সিনেমা)

  • অভিনয়: পৃথ্বীরাজ সুকুমারন, কাজল দেবগন, ইব্রাহিম আলী খান
  • মুক্তি: জিও হটস্টার (২৫ জুলাই)
  • গল্পসংক্ষেপ: পৃথ্বীরাজ সুকুমারন একজন সৎ ও ন্যায়পরায়ণ সেনাপ্রধানের চরিত্রে অভিনয় করছেন। কাজল অভিনয় করছেন তাঁর স্ত্রীর ভূমিকায়। একদিকে পৃথ্বীরাজ ন্যায়পরায়ণ কর্মঠ সেনানায়ক, যার কাছে দেশ সবার আগে। অন্যদিকে তার নিজের ছেলেকে মনে হয় একেবারেই মেধাহীন, অযোগ্য। বাবার সামনে নিজেকে প্রমাণ করতে ভিন্ন এক পথ বেছে নেয় সে। একসময় দেশে জঙ্গি আক্রমণ হয়। দেশ বাঁচাতে লড়াইয়ে নামে পৃথ্বীরাজ। মুখোমুখি হয় সেই জঙ্গির। কিন্তু কে এই ছেলে? কাজলের ধারণা এ তাদেরই সন্তান। স্বামীর কাছে নিজের সন্তান ফিরে চায় কাজল।

মান্দানা মার্ডারস (হিন্দি সিরিজ)

  • অভিনয়: বাণী কাপুর, বৈভব রাজ গুপ্ত, রঘুবীর যাদভ
  • মুক্তি: নেটফ্লিক্স (২৫ জুলাই)
  • গল্পসংক্ষেপ: চরণদাসপুরে খুন হচ্ছে একের পর এক। নিহতের দেহে দেখা যাচ্ছে অদ্ভুত এক চিহ্ন। গোয়েন্দা রিয়া থমাস ও বিক্রম সিং মাঠে নামে রহস্য উদ্‌ঘাটনে। রহস্যময় প্রতীক আর খুনের উদ্দেশ্য খুঁজে বের করতে গিয়ে তারা মুখোমুখি হয় শতাব্দী পুরোনো এক সম্প্রদায়ের। নিজস্ব বিশ্বাস আর উন্মাদনার সঙ্গে যুক্ত রীতিনীতির সূত্র ধরেই কি এসব হত্যাকাণ্ড? আরও এক অদ্ভুত বিশ্বাস এই সম্প্রদায়ের মানুষের। নিজের হাতের আঙুল বিসর্জন দিলেই পূরণ হবে মনস্কামনা। রিয়া আর থমাস যখন রহস্য উদ্‌ঘাটনের দ্বারপ্রান্তে, তখনই তাদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে রুখে দাঁড়ায় সেই মানুষেরা।

রঙিন (হিন্দি সিরিজ)

  • অভিনয়: বিনীত কুমার সিং, রাজশ্রী দেশপান্ডে, তারুক রায়না, শিবা চাড্ডা
  • মুক্তি: আজামান প্রাইম ভিডিও (২৫ জুলাই)
  • গল্পসংক্ষেপ: আদর্শ একজন সাংবাদিক। প্রায় মধ্যবয়সী। ছোটখাটো একটি সংবাদপত্র চালায়। ব্যক্তি হিসেবে সৎ। সংসারজীবনেও তাই। পেশাগত কাজ আর সাংসারিক দায়িত্ব পালন করতে করতে স্ত্রীর চাওয়া পূরণে একদমই খেয়াল দিতে পারে না সে। একদিন সে স্ত্রীর ঘরে আবিষ্কার করে তৃতীয় এক ব্যক্তিকে। আদর্শের চেয়ে বেশ সুঠাম আর চনমনে সে। দুনিয়া উল্টে যায় আদর্শের। স্ত্রীর সঙ্গে নানা তর্ক আর দ্বন্দ্বের পর সিদ্ধান্ত নেয় নিজেকে পাল্টে ফেলার। সেভাবেই কসরত করতে শুরু করে। স্বামীর এই পরিবর্তন লক্ষ করে মানসিকভাবে ভেঙে পড়ে স্ত্রী। স্বামীকে বলে, তুমি যা না তা হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু মন গলে না আদর্শের। একসময় ভাঙা হৃদয় নিয়ে মুখোমুখি হয় দুজন।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত