মীর রাকিব হাসান
ইদানীং সোশ্যাল মিডিয়ায় আপনি বেশ সরব। হঠাৎ এমন পরিবর্তন?
ফেসবুক থেকে বিরতি নিয়েছিলাম। নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট করে দিয়েছিল নাদিয়া আহমেদ (অভিনেত্রী, স্ত্রী)। সেখানে দেশ-বিদেশ থেকে প্রশংসাসূচক বার্তা পাচ্ছি। রাশি রাশি ভালোবাসা মিলছে। ওপার বাংলায়ও পরিচিতি বেড়েছে। অনেকেই বলছেন, আশফাক চরিত্রটি দিয়ে এক নতুন নাঈমের উপস্থাপন হয়েছে।
‘কারাগার’ সিরিজে ডিবি অফিসার আশফাক চরিত্রে চমকে দিয়েছেন। এই চমকে দেওয়ার রহস্যটা কী?
প্রথমে বলতে হবে আমি এই আশফাক চরিত্রে কেন? আমাকে শাওকীর টিম অফিসে ডাকল। গিয়ে দেখি আমার লাইফের সব কাজের একটা তালিকা তৈরি করে আমার সঙ্গে কথা বলছে। ওরা আমাকে বোঝাল আশফাক চরিত্রে আমি কেন? বলল, ‘আশফাক দায়িত্ববান চরিত্র। আমরা এমন কাউকে চাই, যাকে অন্য চরিত্রগুলোর সঙ্গেও খাপছাড়া না লাগে। আমরা আপনার সম্পর্কে ডিটেইল খোঁজখবর নিয়েছি।’ এমন অভিজ্ঞতা এবারই প্রথম। তারা কী চাচ্ছে, খুবই স্পষ্ট। প্রথম সিটিংয়েই আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ঠিক করলাম, এই কাজটি করার জন্য যত কষ্টই করতে হয়, আমি করব।
চরিত্রটার জন্য প্রস্তুতি কেমন ছিল?
মনস্তাত্ত্বিক প্রস্তুতির পাশাপাশি শারীরিক প্রস্তুতিটাও ছিল দীর্ঘ। আমার যে বয়স, তা একটু বাড়িয়ে কাঁচা-পাকা চুলে পাওয়া গেছে। শুধু চুলটা কাঁচা-পাকা নয়, ওজনটাও বাড়াতে হয়েছে। আমাকে ফিট বা নাঈম হয়ে থাকতে হবে এমন ভাবনাই কাজ করেনি। আমাকে আশফাক হয়ে উঠতে হয়েছে। ১৫-১৬ কেজি ওজন বাড়িয়েছি। দৈনন্দিন যে খাবার খাই, সেটা একটু বাড়িয়েছি। তাতেই ওজন বেড়ে গেছে।
গত বছর তো মেদ ঝরিয়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছিলেন?
কাজ থেকে অনেক দিনের একটা বিরতি নিয়েছিলাম। যখন কাজে ফিরলাম, নিজেকে নতুন করে তৈরি করেছিলাম। যখন মেদ ঝরিয়ে নতুন লুকে ফিরেছি, অনেকেই চমকে গেছেন! বলছেন, ‘আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।’ লুক বদলের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও বেড়েছে।
সেই নাঈম আবার আশফাক চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন?
এটা হয়েছে পরিচালকের প্রতি মুগ্ধতার কারণে। শাওকীর পরিচালন-দক্ষতায় মুগ্ধ হয়েছি। আশফাক চরিত্র হয়ে ওঠার পাশাপাশি নিজের দর্শনও পরিবর্তন করেছে কারাগার সিরিজটি। শাওকী সৎ একজন ছেলে। কারাগারে অনেক চরিত্র আছে। তাদের যাকে ইচ্ছে জিজ্ঞেস করবেন, বলবে শাওকী প্রচণ্ড সৎ ছেলে। আমিও তাঁর ভক্ত হয়ে গেছি। আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি, যখন দেখি পরিচালক তাঁর কাজের ব্যাপারে স্পষ্ট, তখন নিজেকে ওয়াটার লেভেলে রাখি। যাতে উনি যা চাইছেন, সেটা যেন হয়ে উঠতে পারি। পরিচালক শাওকী আমাকে যেভাবে ড্রাইভ করেছে, সেভাবেই চলার চেষ্টা করেছি।
কারাগার সিরিজে ইন্তেখাব দিনারের সঙ্গে আপনার যে কেমিস্ট্রি, তার জন্য আপনার কী ধরনের ছিল?
দিনার ভাইয়ের সঙ্গে যত দিন কাজ করেছি, সব সময় দেখেছি স্ক্রিপ্টের সঙ্গে কীভাবে যেন একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক তৈরি করে নেন। স্ক্রিপ্টটা তিনি অনেকবার পড়েন। মানে ফাইনাল পরীক্ষার মতো ওনার হাতে স্ক্রিপ্টটা থাকবেই। আশপাশের শিল্পীদের সঙ্গে বারবার কথা বলা। পরিচালকদের সঙ্গে কথা বলা। দৃশ্যের মধ্যেও ছোট ছোট ডেভলপ হয়েছে। আমি সেই একই নাঈম শুটিং করছি। কিন্তু পরিচালক, স্ক্রিপ্ট রাইটার আর সহশিল্পীদের কারণে নতুনভাবে উপস্থাপন হয়েছি।
ক্যারিয়ারের এক যুগ পর অভিনেতা হিসেবে নিজেকে এখন কীভাবে মূল্যায়ন করছেন?
এক যুগ পরে তো একটা মানুষের নতুন হওয়াই উচিত। ওটিটির যুগ চলছে। নতুন ভাবনা আসছে। আমিও নাহয় নতুন হলাম।
বর্তমান ব্যস্ততা ও পরিকল্পনা কী?
নতুন কাজ নিয়ে কথা চলছে। সময় নিয়ে কাজগুলো করতে চাচ্ছি। প্রতিদিন শুটিং থাকতে হবে এমন পথে হাঁটতে চাইছি না। নিজেকে আরও গোছাতে চাই।
ইদানীং সোশ্যাল মিডিয়ায় আপনি বেশ সরব। হঠাৎ এমন পরিবর্তন?
ফেসবুক থেকে বিরতি নিয়েছিলাম। নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট করে দিয়েছিল নাদিয়া আহমেদ (অভিনেত্রী, স্ত্রী)। সেখানে দেশ-বিদেশ থেকে প্রশংসাসূচক বার্তা পাচ্ছি। রাশি রাশি ভালোবাসা মিলছে। ওপার বাংলায়ও পরিচিতি বেড়েছে। অনেকেই বলছেন, আশফাক চরিত্রটি দিয়ে এক নতুন নাঈমের উপস্থাপন হয়েছে।
‘কারাগার’ সিরিজে ডিবি অফিসার আশফাক চরিত্রে চমকে দিয়েছেন। এই চমকে দেওয়ার রহস্যটা কী?
প্রথমে বলতে হবে আমি এই আশফাক চরিত্রে কেন? আমাকে শাওকীর টিম অফিসে ডাকল। গিয়ে দেখি আমার লাইফের সব কাজের একটা তালিকা তৈরি করে আমার সঙ্গে কথা বলছে। ওরা আমাকে বোঝাল আশফাক চরিত্রে আমি কেন? বলল, ‘আশফাক দায়িত্ববান চরিত্র। আমরা এমন কাউকে চাই, যাকে অন্য চরিত্রগুলোর সঙ্গেও খাপছাড়া না লাগে। আমরা আপনার সম্পর্কে ডিটেইল খোঁজখবর নিয়েছি।’ এমন অভিজ্ঞতা এবারই প্রথম। তারা কী চাচ্ছে, খুবই স্পষ্ট। প্রথম সিটিংয়েই আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে মনে ঠিক করলাম, এই কাজটি করার জন্য যত কষ্টই করতে হয়, আমি করব।
চরিত্রটার জন্য প্রস্তুতি কেমন ছিল?
মনস্তাত্ত্বিক প্রস্তুতির পাশাপাশি শারীরিক প্রস্তুতিটাও ছিল দীর্ঘ। আমার যে বয়স, তা একটু বাড়িয়ে কাঁচা-পাকা চুলে পাওয়া গেছে। শুধু চুলটা কাঁচা-পাকা নয়, ওজনটাও বাড়াতে হয়েছে। আমাকে ফিট বা নাঈম হয়ে থাকতে হবে এমন ভাবনাই কাজ করেনি। আমাকে আশফাক হয়ে উঠতে হয়েছে। ১৫-১৬ কেজি ওজন বাড়িয়েছি। দৈনন্দিন যে খাবার খাই, সেটা একটু বাড়িয়েছি। তাতেই ওজন বেড়ে গেছে।
গত বছর তো মেদ ঝরিয়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছিলেন?
কাজ থেকে অনেক দিনের একটা বিরতি নিয়েছিলাম। যখন কাজে ফিরলাম, নিজেকে নতুন করে তৈরি করেছিলাম। যখন মেদ ঝরিয়ে নতুন লুকে ফিরেছি, অনেকেই চমকে গেছেন! বলছেন, ‘আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।’ লুক বদলের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও বেড়েছে।
সেই নাঈম আবার আশফাক চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন?
এটা হয়েছে পরিচালকের প্রতি মুগ্ধতার কারণে। শাওকীর পরিচালন-দক্ষতায় মুগ্ধ হয়েছি। আশফাক চরিত্র হয়ে ওঠার পাশাপাশি নিজের দর্শনও পরিবর্তন করেছে কারাগার সিরিজটি। শাওকী সৎ একজন ছেলে। কারাগারে অনেক চরিত্র আছে। তাদের যাকে ইচ্ছে জিজ্ঞেস করবেন, বলবে শাওকী প্রচণ্ড সৎ ছেলে। আমিও তাঁর ভক্ত হয়ে গেছি। আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি, যখন দেখি পরিচালক তাঁর কাজের ব্যাপারে স্পষ্ট, তখন নিজেকে ওয়াটার লেভেলে রাখি। যাতে উনি যা চাইছেন, সেটা যেন হয়ে উঠতে পারি। পরিচালক শাওকী আমাকে যেভাবে ড্রাইভ করেছে, সেভাবেই চলার চেষ্টা করেছি।
কারাগার সিরিজে ইন্তেখাব দিনারের সঙ্গে আপনার যে কেমিস্ট্রি, তার জন্য আপনার কী ধরনের ছিল?
দিনার ভাইয়ের সঙ্গে যত দিন কাজ করেছি, সব সময় দেখেছি স্ক্রিপ্টের সঙ্গে কীভাবে যেন একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক তৈরি করে নেন। স্ক্রিপ্টটা তিনি অনেকবার পড়েন। মানে ফাইনাল পরীক্ষার মতো ওনার হাতে স্ক্রিপ্টটা থাকবেই। আশপাশের শিল্পীদের সঙ্গে বারবার কথা বলা। পরিচালকদের সঙ্গে কথা বলা। দৃশ্যের মধ্যেও ছোট ছোট ডেভলপ হয়েছে। আমি সেই একই নাঈম শুটিং করছি। কিন্তু পরিচালক, স্ক্রিপ্ট রাইটার আর সহশিল্পীদের কারণে নতুনভাবে উপস্থাপন হয়েছি।
ক্যারিয়ারের এক যুগ পর অভিনেতা হিসেবে নিজেকে এখন কীভাবে মূল্যায়ন করছেন?
এক যুগ পরে তো একটা মানুষের নতুন হওয়াই উচিত। ওটিটির যুগ চলছে। নতুন ভাবনা আসছে। আমিও নাহয় নতুন হলাম।
বর্তমান ব্যস্ততা ও পরিকল্পনা কী?
নতুন কাজ নিয়ে কথা চলছে। সময় নিয়ে কাজগুলো করতে চাচ্ছি। প্রতিদিন শুটিং থাকতে হবে এমন পথে হাঁটতে চাইছি না। নিজেকে আরও গোছাতে চাই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫