বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেখতে দেখতে দুরন্ত টিভি শেষ করল ১৮টি মৌসুম। আগামী ১ মে রোববার থেকে শুরু হচ্ছে চ্যানেলটির ১৯তম মৌসুমের অনুষ্ঠান। এই মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ২টি নতুন অনুষ্ঠান, ২টি নাটক ও ১টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে।
নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘দুরন্ত সময়’ (মৌসুম-৩) ও ‘আমার ছবি আমার গল্প’। নতুন দুইটি নাটক ‘দুই এ দুই এ চার’ ও ‘এলাটিং বেলাটিং’ এবং নতুন কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘প পেট্রোল’। নিয়মিত কার্টুন সিরিজ ‘ব্লেজ আ্যান্ড দ্য মনস্টার মেশিন’ ও ‘বাবল গাপিস’ নতুন মৌসুমে আসছে নতুন পর্ব নিয়ে।
দুরন্ত সময় (তৃতীয় মৌসুম)
আনন্দ আর শেখার নতুন চমক নিয়ে আসছে দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’ এর তৃতীয় মৌসুম। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং তাদের সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলা এই অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানটিতে দেখা যাবে প্রতি পর্বে ৩জন শিশু তাদের একজন খালামনি বা মামার সাথে যোগব্যায়াম অনুশীলন করছে। এইসব ব্যায়াম এর ফাঁকে প্রাসঙ্গিক ফিচার দেখানো হবে যাতে থাকবে আকর্ষণীয় ক্রাফট তৈরী, সহজ ছবি আঁকা, মুখোশ তৈরী। আর এই সবই শিশুরা শিখবে দুরন্তপনার মাঝে। ১ মে থেকে অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টায়, দুপুর ২টা ৩০ মিনিট এবং রাত ৯টায়।
আমার ছবি আমার গল্প
শিশুরা ছবি আঁকতে ভালোবাসে, আর তাদের আঁকা সেই ছবিগুলোই যদি গল্প হয়ে যায় তাহলে তো ভারি মজা! শিশুদের কল্পনাশক্তির বিকাশের জন্য দুরন্ত টিভির এবারের আয়োজন গল্পের অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প’। সারা দেশ থেকে শিশুদের পাঠানো বিপুল সংখ্যক ছবি ও মজার গল্প থেকে সেরা ছবি ও গল্পগুলো নিয়ে এ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। ২৬ পর্বের এই অনুষ্ঠান শুরু হবে ৬ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে।
গোয়েন্দা নাটক ‘দুই এ দুই এ ৪’
দুরন্তর ১৯তম মৌসুমে যুক্ত হয়েছে গোয়েন্দা গল্প নিয়ে কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’। গ্রামের সহজ সরল লাল কাকু আর ইংলিশ মিডিয়াম পড়ুয়া দুই ভাইবোনের একজন ফেলুদা ভক্ত বিশ্ব অপরজন ইতিহাস অনুরাগী বীনা—এই তিন রহস্যপ্রেমীর চেষ্টায় একে একে জট খুলতে থাকে লালকাকুর বাক্সে পাওয়া দাদুর চিঠির ধাঁধায় গুপ্তধনের রহস্য, মুশফিকদের বাড়ির চুরির রহস্য ও কুকুরছানা হারানোর রহস্য। যুবরাজ খান পরিচালিত গোয়েন্দা গল্প নিয়ে কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’ দেখা যাবে প্রতিদিন দুপুর ১২ টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
নতুন কার্টুন সিরিজ ‘প পেট্রোল’
অ্যাডভেঞ্চার বে শহরে বসবাস করে রাইডার ও তার ৭ বিশেষ কুকুরছানার দল। রাইডার এই ৭ কুকুরছানাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে কেউ দমকলকর্মী, কেউ পুলিশ আবার কেউ নির্মাণ শ্রমিক। দুষ্টু মেয়র হামডিংগার এর দুষ্টু কৌশল থেকে শহরকে বাঁচানোর এবং আরও অনেক মজার অভিযান নিয়ে কার্টুন ‘প পেট্রোল’। কার্টুন সিরিজটি দুরন্ত টিভিতে সম্প্রচার শুরু হবে ১ মে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টায়, দুপুর ১২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।
বানান মানে স্পেলিং
সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা ৬৪ জন প্রতিযোগী নিয়ে নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি বানানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বানান মানে স্পেলিং’। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ২৭ পর্বের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌটুসী বিশ্বাস। পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ৬ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার, সন্ধ্যা ৭টায়।
দেখতে দেখতে দুরন্ত টিভি শেষ করল ১৮টি মৌসুম। আগামী ১ মে রোববার থেকে শুরু হচ্ছে চ্যানেলটির ১৯তম মৌসুমের অনুষ্ঠান। এই মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ২টি নতুন অনুষ্ঠান, ২টি নাটক ও ১টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে।
নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘দুরন্ত সময়’ (মৌসুম-৩) ও ‘আমার ছবি আমার গল্প’। নতুন দুইটি নাটক ‘দুই এ দুই এ চার’ ও ‘এলাটিং বেলাটিং’ এবং নতুন কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘প পেট্রোল’। নিয়মিত কার্টুন সিরিজ ‘ব্লেজ আ্যান্ড দ্য মনস্টার মেশিন’ ও ‘বাবল গাপিস’ নতুন মৌসুমে আসছে নতুন পর্ব নিয়ে।
দুরন্ত সময় (তৃতীয় মৌসুম)
আনন্দ আর শেখার নতুন চমক নিয়ে আসছে দুরন্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’ এর তৃতীয় মৌসুম। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং তাদের সৃষ্টিশীলতাকে জাগিয়ে তোলা এই অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানটিতে দেখা যাবে প্রতি পর্বে ৩জন শিশু তাদের একজন খালামনি বা মামার সাথে যোগব্যায়াম অনুশীলন করছে। এইসব ব্যায়াম এর ফাঁকে প্রাসঙ্গিক ফিচার দেখানো হবে যাতে থাকবে আকর্ষণীয় ক্রাফট তৈরী, সহজ ছবি আঁকা, মুখোশ তৈরী। আর এই সবই শিশুরা শিখবে দুরন্তপনার মাঝে। ১ মে থেকে অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টায়, দুপুর ২টা ৩০ মিনিট এবং রাত ৯টায়।
আমার ছবি আমার গল্প
শিশুরা ছবি আঁকতে ভালোবাসে, আর তাদের আঁকা সেই ছবিগুলোই যদি গল্প হয়ে যায় তাহলে তো ভারি মজা! শিশুদের কল্পনাশক্তির বিকাশের জন্য দুরন্ত টিভির এবারের আয়োজন গল্পের অনুষ্ঠান ‘আমার ছবি আমার গল্প’। সারা দেশ থেকে শিশুদের পাঠানো বিপুল সংখ্যক ছবি ও মজার গল্প থেকে সেরা ছবি ও গল্পগুলো নিয়ে এ অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। ২৬ পর্বের এই অনুষ্ঠান শুরু হবে ৬ মে থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে।
গোয়েন্দা নাটক ‘দুই এ দুই এ ৪’
দুরন্তর ১৯তম মৌসুমে যুক্ত হয়েছে গোয়েন্দা গল্প নিয়ে কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’। গ্রামের সহজ সরল লাল কাকু আর ইংলিশ মিডিয়াম পড়ুয়া দুই ভাইবোনের একজন ফেলুদা ভক্ত বিশ্ব অপরজন ইতিহাস অনুরাগী বীনা—এই তিন রহস্যপ্রেমীর চেষ্টায় একে একে জট খুলতে থাকে লালকাকুর বাক্সে পাওয়া দাদুর চিঠির ধাঁধায় গুপ্তধনের রহস্য, মুশফিকদের বাড়ির চুরির রহস্য ও কুকুরছানা হারানোর রহস্য। যুবরাজ খান পরিচালিত গোয়েন্দা গল্প নিয়ে কমেডি নাটক ‘দুই এ দুই এ ৪’ দেখা যাবে প্রতিদিন দুপুর ১২ টায় ও রাত ৮টা ৩০ মিনিটে।
নতুন কার্টুন সিরিজ ‘প পেট্রোল’
অ্যাডভেঞ্চার বে শহরে বসবাস করে রাইডার ও তার ৭ বিশেষ কুকুরছানার দল। রাইডার এই ৭ কুকুরছানাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে কেউ দমকলকর্মী, কেউ পুলিশ আবার কেউ নির্মাণ শ্রমিক। দুষ্টু মেয়র হামডিংগার এর দুষ্টু কৌশল থেকে শহরকে বাঁচানোর এবং আরও অনেক মজার অভিযান নিয়ে কার্টুন ‘প পেট্রোল’। কার্টুন সিরিজটি দুরন্ত টিভিতে সম্প্রচার শুরু হবে ১ মে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টায়, দুপুর ১২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টায়।
বানান মানে স্পেলিং
সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা ৬৪ জন প্রতিযোগী নিয়ে নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি বানানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বানান মানে স্পেলিং’। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ২৭ পর্বের প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মৌটুসী বিশ্বাস। পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ৬ মে থেকে প্রতি শুক্রবার ও শনিবার, সন্ধ্যা ৭টায়।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
৩ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
৪ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
৪ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
৪ ঘণ্টা আগে