চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।
একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।
চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। সেই ধারাবাহিকতায় রেজানুর রহমান এবারও বানিয়েছেন ঈদের বিশেষ নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’। নাটকে দবির মিয়ার চরিত্রে অভিনয় করেছেন শাহাদাৎ হোসেন। নাটকে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। আরও আছেন জিনাত সানু স্বাগতা, জিয়াউল হাসান কিসলু, মিলি বাসার, অলিউল হক রুমিসহ বিভিন্ন নাট্য সংগঠনের একঝাঁক তরুণ কর্মী।
নাটকের গল্পে দেখা যাবে, দবির মিয়া একটি মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তার ধারণা, মেয়েটি যদি একবার তাকে ভালোবাসার কথা বলে, তাহলে পুরো পৃথিবী জয় করতে পারবে সে। কিন্তু ভালোবাসতেও যোগ্যতা লাগে, ডিগ্রী লাগে, অর্থবিত্ত লাগে। আবার সৌন্দর্যও ভালোবাসার ক্ষেত্রে ভূমিকা রাখে। এর কোনোটাই নেই দবির মিয়ার। এ নিয়ে প্রতিদিন মেয়েটি দবির মিয়াকে কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে।
একদিন কথা প্রসঙ্গে দবির মিয়াকে একটি শর্ত দেয় মেয়েটি। সামনের সুউচ্চ ভবন দেখিয়ে বলে, দবির যদি সাত তলার ছাদ থেকে লাফ দিতে পারে, তাহলে দবির যা বলবে তাই মেনে নেবে। দবির মিয়া সত্যি সত্যি সাত তলার ছাদ থেকে লাফ দেয়। তার করুণ মৃত্যু হয়। নাটকের ক্লাইমেক্স শুরু হয় এখান থেকেই।
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘দবির মিয়ার সুখ দুঃখ’।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
২ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৩ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৩ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে