অবহেলার পাটকাঠির বেড়েছে কদর, যাচ্ছে বিদেশেও
সোনালি আঁশে দেশসেরা ফরিদপুর। তাই তো এই জেলার ব্র্যাডিং পণ্য পাট, আর এই পাটের কোনো কিছুই এখন আর ফেলনা নয়। আগে অবহেলা-অনাদরে পাটকাঠি পড়ে থাকত। শুধু রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজের ছাউনি তৈরিতে ব্যবহৃত হতো পাটকাঠি। বর্তমানে বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় এই পাটকাঠির কদর বেড়েছে।