ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে বেড়েছে পদ্মা নদীর ভাঙন। কয়েক দিনে এই ভাঙনে শতাধিক বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এ ছাড়া ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি গ্রামের রাস্তা, স্কুল, মসজিদ, ক্লিনিক ও গোলাডাঙ্গী ব্রিজটি এখন হুমকির মুখে। নদীভাঙনে এক সপ্তাহে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ইউসুফ মাতুব্বরেরডাঙ্গীর অর্ধশতাধিক বসতভিটা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এতে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের তীব্রতায় গত শনিবার ইউসুফ মাতুব্বরেরডাঙ্গীর একমাত্র সড়কের প্রায় ৫০০ গজ রাস্তা ভেঙে বিলীন হয়ে গেছে।
গত তিন মাসে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে অব্যাহত নদীভাঙনে উস্তাডাঙ্গী, মৃধাডাঙ্গী ও গোলডাঙ্গীর তিনটি গ্রামের শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এসব পরিবারের সদস্যরা এখন বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে অন্য মানুষের বাড়ির আঙিনায় অথবা সরকারি রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই, পদ্মার বুকে বিলীন হয়ে গেছে চরটেপুরাকান্দি মসজিদ ও প্রায় এক কিলোমিটার সড়ক এবং এক হাজার বিঘা ফসলি জমিসহ অগণিত গাছপালা।
সরেজমিনে দেখা গেছে, ভাঙন হুমকির মুখে আছে ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি গ্রামের সহস্রাধিক বাড়িঘর, সরকারি রাস্তা, মসজিদ, চরটেপুরাকান্দি প্রাথমিক বিদ্যালয়সহ ছোট ছোট বেশ কিছু কালভার্ট-ব্রিজ এবং প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলডাঙ্গী ব্রিজটি। হঠাৎ পদ্মার পানি কমে যাওয়ায় ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে বলে স্থানীয়দের দাবি।
এ ব্যাপারে জেলা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, ‘আমরা অসহায়। আমরা পারি মানুষের দুঃখ ও ভাঙনের বিষয় কর্তৃপক্ষকে বলতে; কিন্তু ভাঙন ঠেকানোর ক্ষমতা আমাদের নেই।’
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, খবর পেয়ে গত শনিবার ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। নতুন নতুন যারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁদেরও পর্যায়ক্রমে তালিকা করে সহযোগিতা করা হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতীম সাহা বলেন, ‘এলাকাগুলো চরের ভেতরে হওয়ায় ভাঙন ঠেকাতে ওইখানে কাজ করার মতো বাজেট আপাতত নেই। এ ছাড়া করোনার কারণে বাজেটস্বল্পতা রয়েছে আমাদের। তাই এ ব্যাপারে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পরে বাজেট পাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করব।’
ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে বেড়েছে পদ্মা নদীর ভাঙন। কয়েক দিনে এই ভাঙনে শতাধিক বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এ ছাড়া ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি গ্রামের রাস্তা, স্কুল, মসজিদ, ক্লিনিক ও গোলাডাঙ্গী ব্রিজটি এখন হুমকির মুখে। নদীভাঙনে এক সপ্তাহে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ইউসুফ মাতুব্বরেরডাঙ্গীর অর্ধশতাধিক বসতভিটা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এতে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের তীব্রতায় গত শনিবার ইউসুফ মাতুব্বরেরডাঙ্গীর একমাত্র সড়কের প্রায় ৫০০ গজ রাস্তা ভেঙে বিলীন হয়ে গেছে।
গত তিন মাসে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে অব্যাহত নদীভাঙনে উস্তাডাঙ্গী, মৃধাডাঙ্গী ও গোলডাঙ্গীর তিনটি গ্রামের শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এসব পরিবারের সদস্যরা এখন বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে অন্য মানুষের বাড়ির আঙিনায় অথবা সরকারি রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যেই, পদ্মার বুকে বিলীন হয়ে গেছে চরটেপুরাকান্দি মসজিদ ও প্রায় এক কিলোমিটার সড়ক এবং এক হাজার বিঘা ফসলি জমিসহ অগণিত গাছপালা।
সরেজমিনে দেখা গেছে, ভাঙন হুমকির মুখে আছে ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের চারটি গ্রামের সহস্রাধিক বাড়িঘর, সরকারি রাস্তা, মসজিদ, চরটেপুরাকান্দি প্রাথমিক বিদ্যালয়সহ ছোট ছোট বেশ কিছু কালভার্ট-ব্রিজ এবং প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোলডাঙ্গী ব্রিজটি। হঠাৎ পদ্মার পানি কমে যাওয়ায় ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে বলে স্থানীয়দের দাবি।
এ ব্যাপারে জেলা সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, ‘আমরা অসহায়। আমরা পারি মানুষের দুঃখ ও ভাঙনের বিষয় কর্তৃপক্ষকে বলতে; কিন্তু ভাঙন ঠেকানোর ক্ষমতা আমাদের নেই।’
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, খবর পেয়ে গত শনিবার ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি। নতুন নতুন যারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁদেরও পর্যায়ক্রমে তালিকা করে সহযোগিতা করা হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতীম সাহা বলেন, ‘এলাকাগুলো চরের ভেতরে হওয়ায় ভাঙন ঠেকাতে ওইখানে কাজ করার মতো বাজেট আপাতত নেই। এ ছাড়া করোনার কারণে বাজেটস্বল্পতা রয়েছে আমাদের। তাই এ ব্যাপারে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। পরে বাজেট পাওয়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫