Ajker Patrika

ছাত্রলীগের পাল্টা কমিটি বিক্ষোভ-সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন ৪টি শাখার কমিটি ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না যেতেই পাল্টা কমিটি ঘোষণা করেছেন পদবঞ্চিতরা। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা শাখা, পৌর শাখা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা এবং সরকারি নজরুল কলেজ শাখার পাল্টা কমিটি দেওয়া হয়। এর আগে জেলা ছাত্রলীগ গত মঙ্গলবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

এদিকে এসব কমিটি গঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতরা এসব কর্মসূচি পালন করেন।

জানা গেছে, মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রিয়াজুল ইসলামকে (রিয়াজ) আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, মো. আরিফুল ইসলাম তারেককে আহ্বায়ক করে গোপালগঞ্জ সদর পৌর ছাত্রলীগের কমিটি, দিদারুল ইসলামকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি এবং অজয় বিশ্বাসকে সভাপতি ও মো. লিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে সরকারি নজরুল কলেজ সাতপাড় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়।

এ কমিটি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি কমিটি দেওয়ার ২৪ ঘণ্টা না যেতেই নতুন কমিটি দেওয়া হয়। গতকাল জেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা ও মো. রাজু খান এবং সাংগঠনিক সম্পাদক আবির হোসেন আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

এতে রকিবুল ইসলাম রানাকে আহ্বায়ক করে গোপালগঞ্জ সদর উপজেলা শাখা, নাঈম হোসেন লিমনকে আহ্বায়ক করে পৌর ছাত্রলীগ শাখা, মো. হেলাল মোল্যাকে আহ্বায়ক করে সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ শাখা এবং অমিত মণ্ডলকে আহ্বায়ক করে সরকারি নজরুল কলেজ সাতপাড় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন মাসের জন্য করা হয়।

এদিকে এসব কমিটি গঠন করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে সরকারি বঙ্গবন্ধু কলেজের শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতরা।

গতকাল দুপুরে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ সন্তোস হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল করেন নতুন আহ্বায়ক কমিটির নেতারা। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এর আগে গত মঙ্গলবার রাতে কমিটি থেকে পদবঞ্চিতরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন।

কমিটি গঠন নিয়ে গোপালগঞ্জে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, ‘মঙ্গলবার যে কমিটি গঠন করা হয়েছে, তা সঠিক নয়। সভাপতির একক সিদ্ধান্তে ও স্বাক্ষরে কমিটি গঠন করা যায় না। এটা ছাত্রলীগের গঠনতন্ত্রে নেই। যে কারণে আমরা যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি। এখানে জেলা ছাত্র লীগের সিনিয়র নেতারা রয়েছেন।’

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, তাঁরা যে কমিটি দিয়েছেন, সেটি বৈধ নয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত