Ajker Patrika

ফরিদপুরে বিশ্ব উদ্বাস্তু ও অভিবাসী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি
Thumbnail image

ফরিদপুরে ১০৮তম বিশ্ব উদ্বাস্তু এবং অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়।

‘কারিতাস বাংলাদেশ’ এসব কর্মসূচির আয়োজন করে। সংস্থাটির বরিশাল অঞ্চলের প্রোগ্রাম অফিসার সম্রাট শেরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও লিটন ঢালী। বিশেষ অতিথি ছিলেন টিটিসি কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আক্তারউজ্জামান এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

ইউএনও বলেন, মধ্যপ্রাচ্যফেরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পুনর্বাসন ও সহায়তা করছে কারিতাস বাংলাদেশ। বাংলাদেশি শ্রমিকেরা স্বল্পমজুরিতে অভিবাসী শ্রমিক হয়ে সেখানে গিয়ে মালিক কর্তৃক শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হন। তাঁরা মানসিকভাবে বিধ্বস্ত ও আর্থিকভাবে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। ফেরত আসা এসব নারী-পুরুষের টেকসই ও স্থায়ী জীবিকা এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে কাজ করতে হবে।

সভায় উপকারভোগী মাফুজা আক্তার বলেন, ‘আমি সৌদি আরবে ১৫ মাস থাকার পর ফিরে আসি। তারা আমাকে বেতন কম দিত। আমি দেশে ফিরে কারিতাস বাংলাদেশের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠানটিতে ট্রেইনার হিসেবে কাজ করছি। প্রশিক্ষণ শেষে তারা আমাকে ২৫ হাজার টাকা দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত