Ajker Patrika

ভোলার সড়ক অন্ধকার

ভোলা প্রতিনিধি
Thumbnail image

সাত কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ভোলা পৌরসভার  সড়কবাতির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে বিপাকে পড়েছেন পৌর শহরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ট্যাক্স দেওয়ার পরও কেন এমন দুরবস্থায় পড়বেন?

গত রোববার রাতে ভোলা পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ভোলা সদর রোড, শহরের নতুন বাজার, কালীবাড়ি রোড, ওয়েস্টার্ন পাড়া, উকিলপাড়া, আদর্শপাড়াসহ পৌর এলাকার সড়কবাতির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছেন। ফলে রোববার রাত থেকে ভোলা পৌরসভা এলাকা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে।

ভোলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মে. খালিদুল ইসলাম জানান, ভোলা পৌরসভার কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। বারবার বকেয়া পরিশোধের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে তাগাদা দিলেও ফল হয়নি। তাই বিদ্যুৎ বিভাগের আওতায় পৌরসভার মধ্যে যে কটি সড়ক রয়েছে, সেগুলোর বাতির বিদ্যুৎ-সংযোগ রোববার রাতে বিচ্ছিন্ন করা হয়েছে।

ভোলা পৌরসভার বাসিন্দা নজরুল হক অণু বলেন, এক দিনে নয়, প্রায় ৯ বছরে বিদ্যুতের বকেয়া বিল সাত কোটিতে পৌঁছেছে।

ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগের জন্য ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পৌরসভার প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

ভোলা পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র সালাউদ্দিন লিঙ্কন বলেন, ‘মেয়রের অনুপস্থিতিতে আমি শুধু মানুষের নাগরিকত্ব, ট্রেড লাইসেন্স, সার্টিফিকেট, প্রত্যয়নপত্রসহ দাপ্তরিক কাগজে সই করি। এ ছাড়া অফিশিয়াল কোনো বক্তব্য দিতে পারি না।’

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ‘পিডিপির কাছে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে এটা সত্যি; কিন্তু আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি 
ছাড়া অফিশিয়াল বক্তব্য দেওয়ার কেউ নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত