প্রেম যমুনার ঘাট অবশেষে পরিষ্কার হলো
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন স্পট সদরের দীঘলকান্দির প্রেম যমুনার ঘাট। স্পটটি গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে তার সৌন্দর্য হারিয়েছিল। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন এ স্পট থেকে। তবে প্রশাসনের পদক্ষেপে স্পটটি আগের সৌন্দর্য ফিরে পেয়েছে।