Ajker Patrika

গৃহবধূর চুল কাটার মামলায় গ্রেপ্তার ৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৩
গৃহবধূর চুল কাটার মামলায় গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে নির্যাতন করে চুল ও ভ্রু কেটে দেওয়ার ঘটনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সাত দিন পর গত সোমবার রাতে গৃহবধূর মামা ও পৌর কাউন্সিলর মো. আতিকুল ইসলাম বকুল বাদী হয়ে শাহজাদপুর থানায় ওই মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৃহবধূর স্বামী মো. মেহেদি হাসান সুজন, তাঁর ছোট ভাই সুমন ও শাশুড়ি ময়না খাতুন। গতকাল সকালেই গ্রেপ্তার হওয়া তিন আসামিকে শাহজাদপুর থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে।

১৫ ডিসেম্বর জেলার শাহাজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের দাম্পত্য কলহের জেরে তাঁর স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল ও ভ্রু কেটে দেন। পরে শনিবার রাতে ওই গৃহবধূর স্বজনেরা প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন। পরদিন রোববার তাঁকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের ফিমেল সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

নির্যাতনের শিকার গৃহবধূ তাড়াশ পৌর সদরের নিকারীপাড়া মহল্লার বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত