Ajker Patrika

ইউপি নির্বাচনে লড়ছেন তৃতীয় লিঙ্গের দুজন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫৩
ইউপি নির্বাচনে লড়ছেন  তৃতীয় লিঙ্গের দুজন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নির্বাচন হবে। এ নির্বাচনে ৪ ইউপিতে মোট ১৪২ জন সদস্য প্রার্থী আছেন। আর সংরক্ষিত নারী আসনে আছেন ৪৯ জন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনে সদস্য পদে তৃতীয় লিঙ্গের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ ঈশ্বরপুর গ্রামের তৃতীয় লিঙ্গের রনি তালগাছ প্রতীক নিয়ে সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তালম ইউনিয়নের কাজলী খাতুন ওরফে জাহাঙ্গীর আলম বক প্রতীক নিয়ে সংরক্ষিত ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়ন থেকে ইউপি সদস্য প্রার্থী হয়েছি।’

এ প্রসঙ্গে কাজলী খাতুন বলেন, ‘আমরাও মানুষ। এ দেশ আমাদেরও। তাই আমাদের অধিকার আদায়ে এ নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকায় ভোটারদেরও যথেষ্ট সাড়া পাচ্ছি। গত নির্বাচনেও আমি প্রার্থী ছিলাম। সামান্য ভোটে হেরেছিলাম। এবার বিজয়ে আশাবাদী।’

নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, উপজেলার তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি এবার নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রনি পেয়েছেন তালগাছ ও কাজলী বক প্রতীক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত