Ajker Patrika

আদমদীঘিতে পাঁচ বিদ্রোহীকে বহিষ্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৫: ০০
আদমদীঘিতে পাঁচ বিদ্রোহীকে বহিষ্কার

বগুড়ার আদমদীঘি উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে বিদ্রোহী হন আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা। গতকাল বুধবার দুপুরে ওই পাঁচ প্রার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সম্পাদক মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিদ্রোহীদের দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বহিষ্কার হওয়া পাঁচ বিদ্রোহী হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এস, এম, বেলাল হোসেন, চাঁপাপুর ইউনিয়নে আব্দুস সালাম মাস্টার, নশরতপুর ইউনিয়নে উজ্জ্বল হোসেন, আদমদীঘি সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সহসম্পাদক ফেরদৌস হোসেন ও সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবি।

আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-ইলাহী কাজলের সম্মতিক্রমে দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস, এম, বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বহিষ্কারের কোনো চিঠি পাইনি বা এ বিষয়ে কিছু জানি না।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-ইলাহী কাজল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র অনুয়ায়ী পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত