Ajker Patrika

চিকিৎসক ডিপ্লোমাধারী ব্যবস্থাপত্রে এমবিবিএস

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
চিকিৎসক ডিপ্লোমাধারী  ব্যবস্থাপত্রে এমবিবিএস

বগুড়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ভুয়া সিল ব্যবহারের অভিযোগ উঠেছে। জেলা শহরের ইউনাইটেড জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৪ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। ডিপ্লোমা ডিগ্রিধারী একজন চিকিৎসক ব্যবস্থাপত্র দিলেও তাঁর নামের নিচে ব্যবহার করা হয়েছে এমবিবিএস ডিগ্রির ভুয়া সিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, ভুলবশত ওই সিল ব্যবহার করা হয়েছে।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকায় অবস্থিত ওই হাসপাতালে বিথী (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারী ভর্তি হন। পর দিন ওই নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিথীর ব্যবস্থাপত্রে স্বাক্ষর করেন হাসপাতালটির ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) চিকিৎসক বদিউজ্জামান রাব্বী। কিন্তু তাঁর স্বাক্ষরে সিল বসানো হয় এমএমবিএস চিকিৎসকের।

জানতে চাইলে ডিপ্লোমা চিকিৎসক বদিউজ্জামান রাব্বী বলেন, ‘ওই নারীকে যে বিশেষজ্ঞ চিকিৎসকের দেখার কথা ছিল, তিনি তখন হাসপাতালে ছিলেন না। ওই চিকিৎসকের সঙ্গে কথা বলে রোগীর প্রেসক্রিপশন লিখে দিই। সেখানে আমি স্বাক্ষর করি। কিন্তু ভুলবশত প্রেসক্রিপশনে এমবিবিএস চিকিৎসকের সিল পড়ে গেছে।’

হাসপাতালের পরিচালক আবু নাসের বলেন, ‘রোগীর প্রেসক্রিপশনে (ব্যবস্থাপত্র) ভুলবশত এমবিবিএস চিকিৎসকের সিল পড়েছে। এটি অনিচ্ছাকৃত ভুল।’

জানা গেছে, বিথী বগুড়া সদরের চক ফরিদ (কলোনি) এলাকার রঞ্জন আলীর স্ত্রী। রঞ্জন শাজাহানপুর উপজেলার হোসেন আলী নামে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি। চলতি বছরের ১৬ নভেম্বর দুপুরে হোসেন আলীর বাড়িতে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর শাজাহানপুর থানায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। মামলার অন্যতম আসামি রঞ্জন আলী গত ১৪ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পর দিন ১৫ ডিসেম্বর স্ত্রী বিথীর ব্যবস্থাপত্র দেখিয়ে জামিনে ছাড়া পান তিনি। আর ওই ব্যবস্থাপত্রেই ভুয়া সিল ব্যবহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত