Ajker Patrika

১১ মাসে ৪৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫৫
১১ মাসে ৪৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

শতভাগ বিদ্যুতের আওতায় আসা উপজেলা সিরাজগঞ্জের তাড়াশে ১১ মাসে ফসলি মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্র থেকে ৪৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ।

জানা গেছে, উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে প্রায় ৬০ হাজার বিভিন্ন শ্রেণির বিদ্যুৎ গ্রাহক আছেন। ভুক্তভোগীরা জানান, এ উপজেলায় শহর থেকে প্রত্যন্ত গ্রাম এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন বিস্তৃত থাকায় সংঘবদ্ধ চোরের দল গণহারে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠের সেচযন্ত্র ও গ্রাম এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছে।

তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে ৪৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আর চলতি মাসে মাত্র এক সপ্তাহে বিভিন্ন এলাকার মাঠ থেকে আরও আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।

এ প্রসঙ্গে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. রাব্বুল হাসান বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বন্ধে তাঁরা জনসচেতনতা বাড়াতে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রতিদিন সচেতনতামূলক মাইকিং করা হবে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত