সেতুর মাঝে বড় গর্ত, এর ওপর দিয়েই চলছে যান
ফুলপুর, তারাকান্দা, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার অসংখ্য মানুষ ও বিভিন্ন যানবাহন প্রতিদিন তালদিঘি-মুন্সিরহাট সড়ক দিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক। তবে সড়কের ফুলপুর উপজেলার শালজান ও শিমুলিয়া গ্রামের মাঝে অবস্থিত একটি সেতুর মাঝ বরাবর ভেঙে গর্ত তৈরি হয়েছে। এতে ঝুঁকি ন