Ajker Patrika

সাবেক স্ত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৮: ৫৮
সাবেক স্ত্রীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে সন্তানের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে (২৩) ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফুলপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার দিউ গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া (২৫), কাড়াহা এলাকার মিরাজ আলীর ছেলে মো. জজ মিয়া (৩৭) ও জাগির কাজিয়াকান্দা গ্রামের মো. রহিছ উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩২)। 

আজ শুক্রবার বিকেলে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘ফুলপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালত তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রায় তিন বছর আগে মাসুদ মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে সন্তানও আছে। এক বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে সন্তান স্বামী মাসুদ মিয়ার কাছে থাকত। গত ১১ জুন ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুর ডেকে এনে মাসুদ মিয়া তাঁর দুই বন্ধুকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ওই তরুণী গত বুধবার বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত