Ajker Patrika

ইভিএম বিভ্রাট, ভোটে ধীরগতি

ময়মনসিংহ, ভালুকা ও ফুলপুর প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৬
ইভিএম বিভ্রাট, ভোটে ধীরগতি

ষষ্ঠ ধাপে ময়মনসিংহের ভালুকা ও ফুলপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে ইভিএম মেশিনে ভোট গ্রহণে ধীরগতি, বিকল হয়ে যাওয়া ও আঙুলের ছাপ না মেলার অভিযোগও ওঠে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলার সময়ে এমন অভিযোগ পাওয়া যায়। তবে তরুণেরা ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিনের সমস্যার কারণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, প্রার্থীর এজেন্ট গোপন কক্ষে গিয়ে প্রতীকে সিল মারার অভিযোগ ওঠে। তবে একটি প্রতীকে সিল মারার অভিযোগ অস্বীকার করে গোপন কক্ষে গিয়ে ভোটারদের সহায়তা করার কথা জানান প্রিসাইডিং অফিসার।

ফুলপুরের বালিয়া ইউনিয়নের শালজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইভিএমে ভোট দিতে গিয়ে বিপাকে পড়ছেন বয়স্ক ভোটাররা। ভোট দিতে সময় লেগেছে ৫ থেকে ১০ মিনিট। ভোটারদের সঙ্গে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা। অনেক এজেন্টকেও গোপন কক্ষে গিয়ে ভোট দিতে দেখা গেছে।

শালজান গ্রামের সালমা খাতুন বলেন, ‘জীবনে কোনো দিন এই মেশিনে ভোট দিইনি। কয়দিন আগে শিখে (মক ভোটিং) গেছিলাম। তারপরও আইজ ভুলে গেছি, কেমনে ভোট দিতে হয়। পরে আরেকজন আমার সঙ্গে গিয়ে ভোট দিয়ে দিছে।’

এ ছাড়া বৃদ্ধ-বৃদ্ধাদের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেন অনেকে। অনেকের আঙুলের ছাপ তিন থেকে চারবার না মেলায় ফিরে যান। তবে তরুণেরা ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শালজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃদ্ধা রোমেছা বেগম বলেন, ‘কি একটা মেশিন, কিবা ভোট দিকে অইব জানি না। পরে এক স্যারে (প্রিসাইডিং) আমার সঙ্গে গিয়ে ভোট দিয়ে দিছে।’

রহিমা খাতুন নামে আরও এক বৃদ্ধা বলেন, ‘তিনবার ভোট দিতে গিছি। কিন্তু একবারও আঙুলের ছাপ মেলেনি। পরে হাতে গ্লিসারিন দিয়ে ভোট দিছি।’

চকপাড়া গ্রামের হাওয়া বেগম বলেন, ‘ভোট দিতে গিয়ে আমার ভোটার আইডি কার্ডের নম্বর মেলেনি। যে কারণে ভোট দিতে পারিনি। এখন বাড়িতে ফিরে যাচ্ছি।’

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার হালিমা আক্তার বলেন, ‘ভোট কীভাবে দিতে হয়, বয়স্করা বুজতে পারছে না। সে জন্য ভোট দিতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগছে। তবে আমরা কারোর ভোট দিয়ে দিইনি।’

শালজান বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং অফিসার নাজমুল আলম বলেন, ‘ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার জন্য মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তারপরও বয়স্করা ভোট দিতে পারছেন না। বাধ্য হয়েই বয়স্কদের গোপন কক্ষে গিয়ে কীভাবে ভোট দিতে হয়, দেখিয়ে দেওয়া হচ্ছে। তবে কারোর ভোট দিয়ে দেওয়ার সুযোগ নেই।’

একই ইউনিয়নের নারায়নপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন নারী ভোটাররা। ভোট দিতে পারছেন না তারা। কেন্দ্রের ভেতরে গিয়ে দেখায়, ইভিএম মেশিনে আঙুলের ছাপ না নেওয়ায় ভোট স্থগিত রয়েছে। পরে প্রায় ৩০ মিনিট পর নতুন ইভিএম মেশিনে ভোট গ্রহণ শুরু হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহ হুমায়ুন কবির বলেন, ‘স্ক্যানারে সমস্যা হওয়ায় ভোট গ্রহণ ৩০ মিনিট বন্ধ ছিল। পরে ইভিএম মেশিন পাল্টিয়ে ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে শালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোহেল আকন্দ অনিয়মের অভিযোগ করলে প্রিসাইডিং অফিসারের কক্ষে আটকে রাখার অভিযোগ উঠে। পরে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার মোজাহিদ সরকারের লোকজন এসে পুলিশের সামনেই তাঁকে মারধর প্রস্তুতি নেন। তবে পুলিশের উপস্থিতিতে তিনি রক্ষা পান।

অপরদিকে ভালুকা উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএমে ধীরগতির কারণে দীর্ঘ সারির সৃষ্টি হয় বলে খবর পাওয়া গেছে। তবে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভোটাররা ভোট দিতে বিলম্ব হওয়ায় বিরক্তি প্রকাশ করেন।

গতকাল সোমবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহ্যম্মদ এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তবে উপজেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও মাঠে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ দল ছিল। এ কারণে দিনব্যাপী বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত