Ajker Patrika

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

ফুলপুর (ময়মনসিংহ)  প্রতিনিধি  
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৫: ৫৬
জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন 

ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম ওরফে ইছা (৬৮) নামে এক ব্যক্তি তাঁর ভাইয়ের হাতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মৃতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের নুরুল ইসলাম ও তাঁর ছোট ভাই পচন আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। এ নিয়ে গতকাল সকালে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী হনুফা খাতুনসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের মমেক হাসপাতালে ভর্তি করালে রাত ১০টার দিকে নুরুল ইসলাম মারা যান। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে রয়েছে। 

ঘটনার পর নুরুল ইসলামের নাতি সেলিম মিয়া বাদী হয়ে পচন আলীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

এ বিষয়ে সেলিম মিয়া বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে পচন আলীকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত