হ্যারি কেনকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল
দলের প্রয়োজনে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন হ্যারি কেনের ভাভোভাবেই জানা। গত ইউরোতেও কেন সেটা দেখিয়েছেন। এবার এই ফরোয়ার্ডকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গতকাল দলের প্রধান কোচ গ্যারেথ সাউদগেট খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।