বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
৩৫ মিনিট আগেভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেবাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা।
১ ঘণ্টা আগেশৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে আছেন।
২ ঘণ্টা আগে